ক্ষতবিক্ষত মুখ, রুক্ষ চুল, প্রকাশ্যে 'বাঘা যতীন' এর নতুন লুক
'Bagha Jatin' new look in public

নজরবন্দি ব্যুরোঃ টলিউডের সেই অভিনেতা দেব এখন আর সেই খোকাবাবু নেই। সময়ের সাথে সাথে ধীরে ধীরে বদলেছে তার সিনেমার ঘরানা, অভিনয়। বদলেছে তার রুপ। সম্প্রতি সামনে এলো দেবের নতুন সিনেমা ‘বাঘা যতীন’ এর নতুন লুক। কেমন লাগছে সেই লুকে অভিনেতাকে?

আরও পড়ুনঃ মা হচ্ছেন ঋতাভরী, সন্তানের বাবা কে! প্রশ্ন নেটিজেনদের

‘বাঘা যতীন’ ছবিতে বেশ অনেক কটি লুক আছে তার আঁচ পাওয়াই যাচ্ছে। এর আগেও আরও একটি লুক প্রকাশ্যে এসেছিল। ফের সামনে এলো নতুন লুক। তবে এবার দেবের যেই লুক সামনে এসেছে তাতে রীতিমত শিউরে উঠলো নেটপাড়া। তার সারা মুখ ক্ষত বিক্ষত। যেন বহু বছর ধরে সেই ক্ষত তার কাছে জমা হয়ে আছে।

Bagha Jatin: ক্ষতবিক্ষত মুখ, রুক্ষ চুল, প্রকাশ্যে 'বাঘা যতীন' এর নতুন লুক

সেই ছবি দেখে এক এক অনুরাগীদের প্রতিক্রিয়া এক একরকম। একজন অনুরাগী লিখলেন ‘চেনাই যাচ্ছে না এটা সেই দেব?’, আবার অনেকে লিখলে ‘এটা দেব হতেই পারেনা’, আবার অনেকের মতে ‘এটা দেব বলেই সম্ভব’, আবার অনেকে বলছেন ‘দেবকে এই লুকে দেখার জন্য উৎসাহ চেপে রাখতে পারছিনা’

ক্ষতবিক্ষত মুখ, রুক্ষ চুল, সামনে এলো দেবের লুক

Bagha Jatin: ক্ষতবিক্ষত মুখ, রুক্ষ চুল, প্রকাশ্যে 'বাঘা যতীন' এর নতুন লুক

পুজোর সময়তেই মুক্তি পাবে সেই ছবি। এবার বক্সঅফিসে সেই ছবি কতটা ব্যবসা করতে পারে সেটাই দেখার। কারন এবার পুজোতে বেশ কয়েকটি ছবি একসঙ্গে বেরোতে চলেছে। ফলে ‘বাঘা যতীন‘কে যে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হবে তা বলার অপেক্ষা রাখেনা।