নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার বিকেলে ঋতাভরী চক্রবর্তীর সমাজ মাধ্যমে একটি পোস্ট দেখে হইচই পরে গিয়েছিল। মা হতে চলেছেন অভিনেত্রী। নিজেই সেই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন। সমাজ মাধ্যমে ঋতাভরী লিখলেন ‘‘আমি এবং আমার স্বামী যৌথ ভাবে ঘোষণা করছি যে, আমি মা হতে চলেছি। আপনাদের আশীর্বাদ এবং ভালবাসা একান্ত কাম্য।’’
আরও পড়ুনঃ ডেঙ্গিতে কাবু রুক্মিণী! গুজব নিয়ে বাধ্য হয়ে মুখ খুললেন অভিনেত্রী
তবে অভিনেত্রীর এই পোস্ট সামনে আসা মাত্রই শুভ কামনার সাথে সাথে একাধিক নেতিবাচক মন্তব্য ধেয়ে আসে তার দিকে। প্রশ্ন উঠছে ঋতাভরীর সন্তানের বাবা কে? বিয়েই বা কবে করলেন অভিনেত্রী? কখন, কবে, কীভাবে তার বিয়ে হল?
যদিও কিছুদিন আগে সামনে এসেছিল চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। তবে এতদিন পরেও সেই সম্পর্ক আছে কিনা তা নিয়ে বেশ সন্দেহ প্রকাশ করেছেন অনুরাগীরা। কিন্তু তাদের দুজনের বিয়ের খবর কিন্তু কোনদিন সামনে আসেনি।
মা হচ্ছেন ঋতাভরী, কিন্তু বাবা কে?
তবে শুধু ঋতাভরী নয় এর আগে নুসরত জাহান এবং ইলিয়ানা ডি’ক্রুজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসার সময়ও নেটিজেনদের প্রতিক্রিয়া কিছুটা তেমনই ছিল। তবে অনেকে মনে করছেন এটি অভিনেত্রীর কোন ছবির প্রচারও হতে পারে।