নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে দেব জ্বরে কাবু ছিলেন। কিছুদিন আগে আবার সামনে এসেছিল রুক্মিণী মৈত্রের ডেঙ্গুর খবর। সেই খবর সামনে আসতেই বিপুল চর্চা শুরু হয়েছিল। কারন অভিনেত্রী নাকি এই জ্বরে বেশ কাবু হয়ে গিয়েছিলেন। অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একের পর এক মৃত্যুর খবর সামনে এসেছিল। ফলে অনুরাগীরা রুক্মিণীকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিল।
আরও পড়ুনঃ হিন্দি সিরিয়াল ‘ইমলি’র সেটে মৃত্যু! এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া
তবে অভিনেত্রী কি সত্যি সত্যি অসুস্থ বা ডেঙ্গুতে আক্রান্ত এই নিয়ে কিন্তু নিজের মুখে তিনি কিছুই জানান নি। ফলে এই খবর নিয়ে কিছুটা দোটানায় ভুগছিলেন সকলে। এবার অভিনেত্রী নিজের মুখেই জানালেন আসল সত্য। অভিনেত্রী জানান তিনি ডেঙ্গুতে আক্রান্ত নয়। তার ভাইরাল ফিভার হয়েছে। এখনও সে সুস্থ হয়নি। রুক্মিণী এখনও রেস্টে রয়েছে।

তবে ভুল খবর ছড়িয়ে পড়ায় যে তিনি বেশ কিছুটা ক্ষুব্ধ তা বোঝাই যাচ্ছে। তিনি লেখেন “সবাইকে জানাচ্ছি আমি ডেঙ্গিতে আক্রান্ত হইনি। খুব জ্বর হয়েছিল। এখন আমি সুস্থ হওয়ার পথে। আগের থেকে অনেকটা সুস্থবোধ করছি। সবাইকে অনেক ধন্যবাদ আমায় নিয়ে এত চিন্তা করার জন্য।”
ডেঙ্গিতে কাবু রুক্মিণী! মিথ্যে খবর নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
এই মুহূর্তে রুক্মিণীর সুস্থ হয়ে ওঠাটা খুব গুরুত্বপূর্ণ কারন তার হাতে এই মুহূর্তে রয়েছে একাধিক ছবি এবং ওয়েব সিরিজের কাজ। ‘দ্রৌপদী’ ছবির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। রামকমলের আগামী দুটি ছবিতেও তিনি অভিনয় করবেন। ফলে তার ব্যাস্ততা এখন তুঙ্গে।