‘মেকআপ ছাড়া তো আপনাদের চেনা দায়’ কটাক্ষের শিকার ‘মিঠাই’ সিরিয়ালের শ্রীতমা
Sritma of 'Mithai' serial victim of sarcasm

নজরবন্দি ব্যুরোঃ জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ তে বিশেষ ভুমিকায় ছিলেন দিয়া মুখোপাধ্যায়। তার চরিত্রের নাম ছিল সেখানে শ্রীতমা। তার অভিনয় এবং চরিত্রটি দর্শকদের এতটাই মনে ধরেছিল যে তাকে এখন এককথায় সবাই শ্রীতমা বলেই চেনে। এই মুহূর্তে তার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সামাজিক মাধ্যম গুলিতে অনুরাগীর সংখ্যাও বেড়েছে। নিয়মিত সেখানে তিনি ছবি পোস্ট করেন। তবে সম্প্রতি একটি ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে।

আরও পড়ুনঃ অগ্নিদেব চট্টোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর, বিরক্ত স্ত্রী সুদীপা

ছবিটিতে দেখা যাচ্ছে একটি হোটেলের বারান্দায় দাড়িয়ে রয়েছেন অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়। সেখানে দাড়িয়ে বর্ষার নীল আকাশ উপভোগ করছেন তিনি। তবে মুখে তার অন্যদিনের মত মেকাপের লেশমাত্র নেই। ব্যাস এই ছবি দেখেই রীতিমত হকচকিয়ে যান তার অনুরাগীরা।

Diya Mukherjee: ‘মেকআপ ছাড়া তো আপনাদের চেনা দায়’ কটাক্ষের শিকার ‘মিঠাই’ সিরিয়ালের শ্রীতমা

একের পর এক কটু মন্তব্য ধেয়ে আসে তার দিকে। মেকআপ ছাড়া অনেকেই তার ওপর বেজায় চটে গেছে। অনেকে মন্তব্য করেছেন “মেকআপ ছাড়া আপনাদের তো চেনাই যায় না।”, অনেকে আবার মন্তব্য করেছেন “মেকআপ-সহ আপনাদের দেখে আসল চেহারাটাই চিনতে পারি না।”

‘মেকআপ ছাড়া তো আপনাদের চেনা দায়’ দিয়ার প্রতিক্রিয়া কি?

Diya Mukherjee: ‘মেকআপ ছাড়া তো আপনাদের চেনা দায়’ কটাক্ষের শিকার ‘মিঠাই’ সিরিয়ালের শ্রীতমা

তবে এই বিষয়ে একেবারেই মুখ খোলেননি দিয়া । তিনি এই মুহূর্তে অভিনয় থেকে বিরতি নিয়েছেন। তার হাতে আসছে না সেরম মনের মত কাজের অফার। তবে সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। তা ছাড়া মাঝে মাঝেই তিনি ঘুরতে বেড়িয়ে পরেন।