অগ্নিদেব চট্টোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর, বিরক্ত স্ত্রী সুদীপা
sudipa opened up about her husband health

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক-প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায়। এই খবর সামনে আসা মাত্রই তাকে নিয়ে একের পর এক জল্পনা সামনে আসছে। টলিপাড়ার গুঞ্জন তিনি নাকি ডেঙ্গিতে আক্রান্ত। তবে এই গুঞ্জন সামনে আসা মাত্রই রেগে আগুন হয়ে যায় স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ ‘জওয়ান’-এ কেন গুরুত্ব পেল না নয়নতারার চরিত্র! মুখ খুললেন শাহরুখ

বিরক্ত হয়ে সুদীপা তার সামাজিক মাধ্যম থেকে একটি পোস্ট শেয়ার করেন। সেই পোস্টের মাধ্যমে তিনি লেখেন “আমার স্বামী অগ্নিদেব ডেঙ্গিতে আক্রান্ত নন। হ্যাঁ, এটা ঠিক যে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার এঞ্জিওগ্রাম হবে। ধন্যবাদ সবাইকে আমাদের পরিবারের পাশে থাকার জন্য। ওঁর (অগ্নিদেব) দ্রুত আরোগ্য কামনা করবেন।”

Sudipa-Agnidev: অগ্নিদেব চট্টোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর, বিরক্ত স্ত্রী সুদীপা

কিছুদিন আগে আরও একবার অসুস্থ হয়ে পড়েছিলেন সুদীপার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়। তবে সেই সময় তার তেমন বেশি কোন শারীরিক অবনতি হয়নি কয়েকদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এইবারেও তেমন কিছু হয়েছে বলে মনে করা হচ্ছে।

অগ্নিদেব চট্টোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর, মুখ খুললেন খোদ সুদীপা

Sudipa-Agnidev: অগ্নিদেব চট্টোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর, বিরক্ত স্ত্রী সুদীপা

হাসপাতাল সুত্রে খবর এখন কিছুটা সুস্থ রয়েছেন অগ্নিদেব মিত্র। তবে চারিদিকে এখন ডেঙ্গুর মাত্রা মাত্রাধিরিক্ত ভাবে বেড়ে চলেছে। টলিউডের অন্দরেও প্রবেশ করে ফেলেছে ডেঙ্গু। কিছুদিন আগেই সাহেব চট্টোপাধ্যায় তার বোনকে হারিয়েছেন। ফলে কারোর অসুস্থতার খবর পেলেই এখনও সকলের মাথায় ডেঙ্গুর চিন্তাই আসছে।