‘জওয়ান’-এ কেন গুরুত্ব পেল না নয়নতারার চরিত্র! মুখ খুললেন শাহরুখ
why nayantara not get importance in jawan

নজরবন্দি ব্যুরোঃ অভিনয় আসার কথা কোনদিনই ভাবেননি নয়নতারা। ঘটনাচক্রে বিনোদন জগতে তার অভিষেক ঘটে। এরপর ধীরে ধীরে নিজের যোগ্যতায় দক্ষিণী বিনোদন জগতে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেন এই অভিনেত্রী। তবে দক্ষিণী দুনিয়ায় কাজ করেই তিনি থেমে থাকেননি। এবার তার লক্ষ বলিউড। শাহরুখের ছবিতে দেখা গেছে তাকে। কিন্তু সেই চরিত্র কেন গুরুত্ব পেল না।

আরও পড়ুনঃ রাঘব-পরিণীতির বিয়ে, তবে পরিকল্পনা গেল ভেস্তে! আমেরিকা থেকে আসতে পারছেন না প্রিয়ঙ্কা!

এই নিয়ে বেশ কিছু দিন ধরেই প্রশ্ন উঠছিল। চলতি মাসের ৭ই সেপ্টেম্বর মুক্তি পায় কিং খানের ‘জওয়ান’। এই ছবিতে উপস্থিত রয়েছে দুটি হিরোইন কিন্তু তা সত্ত্বেও নয়নতারার অভিনয় দর্শক মহলে বেশ ছাপ ফেলেছে। দীপিকা পাড়ুকোনের সাথে জোর টক্কর দিয়েছে এই অভিনেত্রী।

‘জওয়ান’-এ কেন গুরুত্ব পেল না নয়নতারার চরিত্র! কি বলছে অভিনেতা
‘জওয়ান’-এ কেন গুরুত্ব পেল না নয়নতারার চরিত্র! কি বলছে অভিনেতা

তবে ছবি মুক্তি পাওয়ার পর নয়নতারার সাথে সাথে তার অনুরাগীরাও বেশ অসন্তুষ্ট। কারন ছবিতে তার স্ক্রিন টাইম ছিল বেশ কম। ফলে তাকে কম গুরুত্ব দেওয়ার দরুন বেশ চটেছে তিনি। রেগে গিয়েছেন ছবির পরিচালকের ওপর।

‘জওয়ান’-এ কেন গুরুত্ব পেল না নয়নতারার চরিত্র! কি বলছে অভিনেতা

Jawan: ‘জওয়ান’-এ কেন গুরুত্ব পেল না নয়নতারার চরিত্র! মুখ খুললেন শাহরুখ

এমনকি এও শোনা গেছে তিনি নাকি এতটাই ক্ষুব্ধ যে তিনি আর দ্বিতীয়বার বলিউডে কাজ করতে চান না। এবার তা নিয়ে মুখ খুললেন শাহরুখ খান। তিনি বললেন ‘‘নর্মদার চরিত্রটা আমারও খুব ভাল লেগেছিল। দুর্ভাগ্যবশত, ছবির প্রেক্ষাপট অনুযায়ী ওই চরিত্রে জায়গা কিছুটা কমাতে হয়েছে। যার ফলে স্ক্রিন টাইম কমেছে নর্মদার। তবে চরিত্রটা সত্যিই অসাধারণ ছিল।’’