নজরবন্দি ব্যুরোঃ গোটা উদয়পুর শহর সেজে উঠেছে রাঘব-পরিণীতির বিয়ে উপলক্ষে। কালই তারা উদয়পুরের উদ্দেশ্যে উড়ে গিয়েছিল। তাদের বিয়ে উপলক্ষে সেজে উঠেছিল বিমানবন্দরও। আগামী ২৪ সেপ্টেম্বর লেক পিচোলা হ্রদের ধারে বসবে রাঘব চড্ডা-পরিণীতি চোপড়ার বিয়ের আসর। আসবেন বড় বড় ভিআইপি অতিথিরা। কিন্তু আমেরিকা থেকে আসতে পারছেন না প্রিয়ঙ্কা!
আরও পড়ুনঃ পরীমণি মিথ্যাচার করছেন! বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে পাল্টা অভিযোগ রাজের
শনিবার অথাৎ ২৩ সেপ্টেম্বর আমেরিকা উদয়পুরে নামার কথা ছিল প্রিয়ঙ্কা চোপড়ার। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গেল। কিছুদিন আগে জানা গিয়েছিল প্রিয়ঙ্কার স্বামী নিক জোনাস আসতে পারবে না। কিন্তু প্রিয়ঙ্কা আর তার মেয়ে মালতী চোপড়া জোনাস আসছে। কিন্তু সেগুরে বালি। আসতে পারছেন না কেউই।
তবে প্রিয়ঙ্কার মা ও ভাই এই অনুষ্ঠানে হাজির থাকবেন। তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে উদয়পুরে। তারা বাগদান অনুষ্ঠানেও হাজির ছিলেন। তবে বিয়েতে আসতে না পারলেও কিন্তু বোনের বাগদানে উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কা। তবে বেশি সময় দিতে পারেননি তিনি। একদিনের মধ্যে অভিনেত্রীকে ফিরে যেতে হয়েছিল ‘সিটাডেল’ এর প্রচার থাকার দরুন।
রাঘব-পরিণীতির বিয়ে, আসতে পারছেন না প্রিয়াঙ্কা
তবে এবারে কোন ব্যাক্তিগত কারনে নাকি কাজের দরুনই আটকে পড়েছে তা জানা সম্ভব হয়নি। তবে প্রিয়াঙ্কা ছাড়াও এই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল মোট ২০০ জন অতিথি। তাদের মধ্যে প্রায় ৫০ জনই ভিআইপি। যাদের জন্য কড়া নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে।