পরীমণি মিথ্যাচার করছেন! বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে পাল্টা অভিযোগ রাজের

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে বিনোদন জগৎ পরীমণি এবং শরিফুল রাজের বিবাহবিচ্ছেদ নিয়ে সরগরম রয়েছে। সম্প্রতি বাংলাদেশী অভিনেত্রী পরীমণি রাজকে ডিভোর্স দেওয়ার পাঁচটি কারন সকলের সামনে তুলে ধরেছিল। এবার রাজ সেই অভিযোগকে মিথ্যে বলে ঘোষণা করল। এবং প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে নয়া অভিযোগ আনল।

আরও পড়ুনঃ ফের জোর টক্কর ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘জগদ্ধাত্রী’র মধ্যে, দেখুন এই সপ্তাহের সেরা কে?

এতদিন এই বিষয়ে চুপ করে থাকলেও শুক্রবার এইবিষয়ে মুখ খুললেন শরিফুল রাজ। পরীমণির আনা সমস্ত অভিযোগকে মিথ্যে বলে ঘোষণা করেছেন এবং তার তীব্র বিরোধিতা করেছেন। গোটা ঘটনাটায় তিনি বেশ বিরক্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই ব্যাপারে মুখ খোলেন।

পরীমণি মিথ্যাচার করছেন! মুখ খুললেন রাজ
পরীমণি মিথ্যাচার করছেন! মুখ খুললেন রাজ

বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’তে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন “আমাকে ডিভোর্স দিয়েছে ভাল কথা, কিন্তু আমাকে নিয়ে মিথ্যাচার না করলে ভাল হয়। কারণ, আমারও একটা পরিবার আছে। সেখানে মা–বাবা, আত্মীয়স্বজন, পাড়া–প্রতিবেশী সবাই আছেন। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি বিয়ের পর পরী বা বাবুকে ছাড়া অন্য কিছু ভাবিনি।”

পরীমণি মিথ্যাচার করছেন! মুখ খুললেন রাজ

Shariful Raaz-Pori Moni: পরীমণি মিথ্যাচার করছেন! বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে পাল্টা অভিযোগ রাজের

তবে এই বলেই থেমে থাকেননি তিনি। তিনি আরও যোগ করেন “একটা বছর আমি আমার কাজ থেকে দূরে ছিলাম। আশপাশের কারও ফোন ধরিনি। কারও সঙ্গে কোনও যোগাযোগ করিনি। যতটুকু পেরেছি স্ত্রী ও সন্তানের যত্ন করার চেষ্টা করেছি। আমায় নিয়ে পরীর এ ধরনের মিথ্যাচার করার সুযোগ নেই। আমি এমন কিছু করিনি, যার জন্য প্রশ্নবিদ্ধ হতে হবে। আমাকে বার বার হেনস্থা হতে হয়েছে। এ সব নিয়ে আর বলতেও চাই না। তবে এখন পরী যেটা চাইছে, সেটার প্রতি আমার শ্রদ্ধা আছে। এর বাইরে অন্য অভিযোগ এলে সেটাকে আমি প্রশ্রয় দিতে চাই না।”