ফের জোর টক্কর ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘জগদ্ধাত্রী’র মধ্যে, দেখুন এই সপ্তাহের সেরা কে?
Strong clash between jagadharti and anurager chowa

নজরবন্দি ব্যুরোঃ গণেশপুজোর জন্য একদিন পিছিয়ে প্রকাশিত হল এই সপ্তাহের টিআরপি তালিকা। সাধারণত প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার করে প্রকাশিত হয় টিআরপি তালিকা। কিন্তু এই সপ্তাহে শুক্রবার সামনে এলো সেই তালিকা। দেখে নিন এই তালিকায় কার স্থান কোথায় রয়েছে? কে পেল সেরার মুকুট?

আরও পড়ুনঃ রাত পোহালেই বাজবে সানাই, পরিণীতি-রাঘবের বিয়েতে কড়া নিয়মের তালিকায় কী কী রয়েছে?

এই সপ্তাহে প্রথম স্থান দখন করে নিল অনুরাগের ছোঁয়া। তাদের প্রাপ্ত নম্বর ৮.৯। দ্বিতীয় স্থান দখন করে নিল জগদ্ধাত্রী। প্রাপ্ত নম্বর ৮.৪। অন্যবারের মত এই সপ্তাহেও তৃতীয় স্থান দখল করে নিল ফুলকি ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৮। নিম ফুলের মধু ধারাবাহিকে বেশ কিছুদিনের জন্য ছিলেন না রুবেল। সে এখন ফিরে এসেছে। ফলে একলাফে টিআরপি তালিকা বেশ কিছুটা বেড়েছে।

ফের জোর টক্কর ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘জগদ্ধাত্রী’র মধ্যে, দেখুন তালিকা
ফের জোর টক্কর ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘জগদ্ধাত্রী’র মধ্যে, দেখুন তালিকা

চতুর্থ স্থান দখল করে নিয়েছে এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৭.৭। বরাবরের মত এইবারেও পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে রাঙা বউ ধারাবাহিক। এই ধারাবাহিক বেশ কয়েক সপ্তাহ ধরে একই স্থানে রয়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৬.৮। অন্যদিকে নতুন ধারাবাহিক সন্ধ্যাতারা রয়েছে ষষ্ঠ স্থানে। তাদের ঝুলিতে রয়েছে ৬.৭ নম্বর।

ফের জোর টক্কর ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘জগদ্ধাত্রী’র মধ্যে, দেখুন তালিকা

TRP LIST: ফের জোর টক্কর ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘জগদ্ধাত্রী’র মধ্যে, দেখুন এই সপ্তাহের সেরা কে?

আরও একটি নতুন ধারাবাহিক কার কাছে কউ মনের কথা। এই ধারাবাহিকে রয়েছে বেশ কিছু নারীর গল্প। মানালি দে, বাসবদত্তা, স্নেহা অভিনীত এই ধারাবাহিকটি সপ্তম স্থান দখল করে নিয়েছে। প্রাপ্ত নম্বর ৬.৬। অন্যদিকে অষ্টমস্থানে রয়েছে খেলনা বাড়ি, নবম স্থানে লাভ বিয়ে আজকাল রয়েছে। তাদের নম্বর ৬.৪ দশম স্থানে রয়েছে হরগৌরী পাইস হোটেল। তাদের ঝুলিতে জুটেছে ৬.৩ নম্বর।