New Parliament House: নতুন সংসদ ভবনের কিছু তথ্য, উদ্বোধনের আগেই দেখুন ভিডিও

নতুন সংসদ ভবনের কিছু তথ্য, উদ্বোধনের আগেই দেখুন ভিডিও
Some information about the new parliament building

নজরবন্দি ব্যুরো: দেশের নয়া সংসদভবনের উদ্বোধন হতে চলেছে ২৮ মে। একাধিক তাক লাগানো সাজ সজ্জায় সজ্জিত রয়েছে দিল্লির বুকে তৈরি এই নয়া ভবন। বিভিন্ন রঙের সমাহার যেমন এই ভবনে দেখা যআচ্ছে, তেমনই সেই রঙ বহন করে বিভিন্ন পাথরের সমাহারেও তৈরি হয়েছে গণতন্ত্রের মূল ভিত্তি এই ভবনটি। দেশের বিভিন্ন জায়গা থেকে সামগ্রী এনে তৈরি হয়েছে ভবন। দেখে নেওয়া যাক ভবন তৈরি ঘিরে কিছু তথ্য।

আরও পড়ুন: অশনি সঙ্কেত! নিয়ন্ত্রণরেখার পাশেই গ্রাম বানাচ্ছে চিন

দিল্লির হুমায়ুনের সমাধি ও লালকেল্লার সঙ্গে মিল রেখে নতুন সংসদভবনে যে লাল পাথরের অংশ দেখা যাচ্ছে, সেই অংশের পাথর আনা হয়েছে রাজস্থানের সার মথুরা থেকে। ভবনের ভিতরে থাকা আসবাব তৈরি হয়েছে সেগুন কাঠ দিয়ে। যা এসেছে মহারাষ্ট্রের নাগপুর থেকে। আসবাবগুলি তৈরি হয়েছে মুম্বইয়ে। রাজস্থানের উদয়পুর থেকে এসেছে কেশরিয়া সবুজ পাথর, আজমেঢ়ের কাছে লেখানগর থেকে লাল গ্র্যানাইট ও আম্বাজি থেকে শ্বেতপাথর।

New Parliament House: নতুন সংসদ ভবনের কিছু তথ্য, উদ্বোধনের আগেই দেখুন ভিডিও
নতুন সংসদ ভবনের কিছু তথ্য, উদ্বোধনের আগেই দেখুন ভিডিও

গুজরাটের আহমেদাবাদ থেকে আনা হয়েছে পিতল। তা দিয়ে সংসদ ভবন সেজে উঠেছে অপরূপ কারুকাজে। পাথরের ‘জালি’র কাজগুলি রাজস্থানের রাজনগর এবং উত্তর প্রদেশের নয়ডা থেকে এসেছে। ভবনের ‘ফলস সিলিং’-এর ইস্পাতের কাঠামো দমন ও দিউয়ের। উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে এসেছে কার্পেট।

New Parliament House: নতুন সংসদ ভবনের কিছু তথ্য, উদ্বোধনের আগেই দেখুন ভিডিও

সংসদে লাগানো অশোক চক্র ইন্দোর থেকে আনা হয়েছে। অশোক প্রতীক মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এবং জয়পুর থেকে আনানো হয়েছে। নতুন সংসদ ভবন ত্রিভূজাকৃতি চারতলা । এই নতুন সংসদ ভবনের মোট বিল্ট আপ এরিয়া ৬৪,৫০০ বর্গ মিটার৷ এই ভবনের তিনটি প্রবেশদ্বার রয়েছে- জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্ম দ্বার৷ ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যকে তুলে ধরার জন্য নতুন এই ভবনে এই রাজকীয় কনস্টিটিউশন হল থাকছে৷

নতুন সংসদ ভবনের কিছু তথ্য, উদ্বোধনের আগেই দেখুন ভিডিও

New Parliament House: নতুন সংসদ ভবনের কিছু তথ্য, উদ্বোধনের আগেই দেখুন ভিডিও

এ ছাড়াও সংসদের সদস্যদের জন্য লাউন্জ, লাইব্রেরি, বিভিন্ন কমিটির ঘর, খাওয়া দাওয়ার জায়গা এবং সুবিস্তৃত পার্কিং স্পেস রয়েছে৷ সংসদ ভবনের অন্দরসজ্জায় ভারতের তিনটি জাতীয় প্রতীক পদ্ম, ময়ূর এবং বট গাছকে ফুটিয়ে তোলা হয়েছে৷