China: অশনি সঙ্কেত! নিয়ন্ত্রণরেখার পাশেই গ্রাম বানাচ্ছে চিন

অশনি সঙ্কেত! নিয়ন্ত্রণরেখার পাশেই গ্রাম বানাচ্ছে চিন
China is building villages along the Line of Control

নজরবন্দি ব্যুরো: দেশটার নাম চিন। তাই মাওয়ের দর্শন মেনেই সীমান্তে বারবার আগ্রাসী হয়েছে চিন। লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারতীয় ভূখণ্ডে দু’পা এগিয়ে এক পা পিছিয়ে যাওয়ার নীতি নিয়েছে লালফৌজ। এহেন পরিস্থিতিতে এবার উত্তরাখণ্ডে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে গ্রাম বানাচ্ছে কমিউনিস্ট দেশটি। এই গ্রামগুলিকে বলে ‘সিয়াওকাং’।

আরও পড়ুন: ২ বছরের শিশুকে যাবজ্জীবন কিমের দেশে! তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে

‘সিয়াওকাং’ বা ‘মডারেটলি প্রসপারাস’ এই গ্রামগুলি তৈরি হয়ে ওঠার খবর আসার পরেই দ্রুত তৎপর হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। নিরাপত্তাবাহিনী সূত্রে জানানো হয়েছে, যেখানে-যেখানে এই ধরনের গ্রাম তৈরির বিষয়ে জানা গিয়েছে সেখানে-সেখানেই দ্রুত বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

China: অশনি সঙ্কেত! নিয়ন্ত্রণরেখার পাশেই গ্রাম বানাচ্ছে চিন

গ্রাম তৈরির পাশাপাশি সামরিক ছাউনিও তৈরি করা হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। যা নিয়ে স্বাভাবিক ভবেই চিন্তিত ভারত। সূত্রের খবর, উত্তরাখণ্ডে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) থেকে ১১ কিলোমিটার দূরে গ্রাম বানাচ্ছে চিন। ওই গ্রামে প্রায় ২৫০টি বাড়ি তৈরি করা হচ্ছে বলে খবর।

অশনি সঙ্কেত! নিয়ন্ত্রণরেখার পাশেই গ্রাম বানাচ্ছে চিন

China: অশনি সঙ্কেত! নিয়ন্ত্রণরেখার পাশেই গ্রাম বানাচ্ছে চিন

এলএসি থেকে ৩৫ কিমি দূরে আরও আন্তত ৫০টি বাড়ি তৈরি করছে তারা। এই বিতর্কিত ভূখণ্ডে নির্মাণের কাজ চলছে পিপসল লিবারেশন আর্মি বা লালফৌজের নজরদারিতে। শুধু তাই নয়, গোটা ইস্টার্ন সেক্টর অর্থাৎ লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ৪০০টি গ্রাম বানানোর পরিকল্পনা রয়েছে বেজিংয়ের। উল্লেখ্য, সীমান্তে শান্তি ফেরাতে দফায়-দফায় দু’দেশের মধ্যে আলোচনা চলছে। এর মাঝেই এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

China: অশনি সঙ্কেত! নিয়ন্ত্রণরেখার পাশেই গ্রাম বানাচ্ছে চিন
অশনি সঙ্কেত! নিয়ন্ত্রণরেখার পাশেই গ্রাম বানাচ্ছে চিন