নজরবন্দি ব্যুরো: এক অদ্ভুত আইনে ২ বছরের শিশুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে উত্তর কোরিয়ার আদালত। বাবা, মায়ের অপরাধের সাজা ভুগতে হচ্ছে তাকে। এর মাধ্যমে একনায়ক কিম জং উনের বার্তা, অপরাধ করলে কাউকেই রেয়াত করা হবে না। মার্কিন দপ্তরের পেশ করা ২০২২ সালের ‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা’ সংক্রান্ত রিপোর্টে দাবি করা হয়েছে উত্তর কোরিয়ার জেলে নাকি বন্দি রাখা হয়েছে ৭০ হাজার খ্রিস্টানকে।
আরও পড়ুন: NITI Ayog-এর বৈঠক বয়কট ৮ মুখ্যমন্ত্রীর, মমতা-কেজরীর পর মুখ ফেরালেন গেহলট-নীতীশ
অন্য ধর্মমতে বিশ্বাসীদেরও পাঠানো হচ্ছে গরাদের পিছনে। রিপোর্টে দাবি, এর মধ্যে রয়েছে এক ২ বছরের ছোট্ট শিশুও। তার ‘অপরাধ’ তার অভিভাবকদের কাছে বাইবেল দেখা গিয়েছে! স্বাভাবিক ভাবেই মার্কিন রিপোর্টের এমন দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
উত্তর কোরিয়া খাতায় কলমে নাস্তিক দেশ। তবে সংবিধান অনুযায়ী সেখানে কোনও বিশেষ ধর্ম অনুসরণ করায় বাধা নেই। রিপোর্টে আরও দাবি, জেলে বন্দিদের উপর অত্যাচার করা হয়। নানা শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হন উত্তর কোরিয়ার বন্দিরা।
২ বছরের শিশুকে যাবজ্জীবন কিমের দেশে! তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে
২০১০ সাল থেকে উত্তর কোরিয়া শাসন করছেন কিম জং উন। দেশে তাঁর কথাই ‘বেদবাক্য’। একনায়ক কিমের উপরে আর কেউ কথাই বলতে পারেন না। এবার এই ঘটনা সামনে আসায় তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে।