NITI Ayog-এর বৈঠক বয়কট ৮ মুখ্যমন্ত্রীর, মমতা-কেজরীর পর মুখ ফেরালেন গেহলট-নীতীশ

NITI Ayog-এর বৈঠক বয়কট ৮ মুখ্যমন্ত্রীর, মমতা-কেজরীর পর মুখ ফেরালেন গেহলট-নীতীশ
8 including mamata boycott niti ayog meeting

নজরবন্দি ব্যুরো: আজ, শনিবার দিল্লিতে আয়োজিত হতে চলেছে নীতি আয়োগের বৈঠক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন তাঁরা বৈঠকে যোগ দেবেন না। এবার এই তালিকায় নতুন সংযোজন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কেসিআর। জানা গিয়েছে, নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন দেশের ৮ মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: মমতা-শরদের পর এবার কেসিআর, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কেজরীর

শনিবার (২৭ মে) দিল্লির প্রগতি ময়দানের নিউ কনভেনশন সেন্টারে নীতি আয়োগের সভার আয়োজন করা হয়েছে। বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে ২০৪৭ সালের মধ্যে দেশকে কীভাবে উন্নত ভারতে পরিণত করা যাবে। এনিয়ে উপস্থিত মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করা হবে। দিনব্যাপী এই বৈঠকে মোট ৮ টি বিষয় নিয়ে আলোচনা চলবে বলে জানা গিয়েছে। তার মধ্যে রয়েছে ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত তৈরি, এমএসএমই, পরিকাঠামো, অভিযোগ কমানো, মহিলাদের ক্ষমতায়ন, স্বাস্থ্য ও পুষ্টি, সামাজিক পরিকাঠামো উন্নয়নের গতি বৃদ্ধি, বিনিয়োগের উপর জোর দেওয়া।

NITI Ayog-এর বৈঠক বয়কট ৮ মুখ্যমন্ত্রীর, মমতা-কেজরীর পর বয়কটের ডাক পিনারাই-কেসিআরের
NITI Ayog-এর বৈঠক বয়কট ৮ মুখ্যমন্ত্রীর, মমতা-কেজরীর পর বয়কটের ডাক পিনারাই-কেসিআরের

এই বৈঠকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রী এবং লেফটেন্যান্ট গভর্নররা উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী এবং নীতি আয়োগের ভাইস-চেয়ারম্যান পদাধিকারী সদস্যদের পাশাপাশি অন্যান্য সদস্যরাও বৈঠকে থাকবেন। তবে উপস্থিত থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, নীতীশ কুমার, অশোক গেহলট, কে চন্দ্রশেখর রাও, ভগবন্ত নাম, পিনারাই বিজয়ন। কেন্দ্রের সঙ্গে বিরোধিতার জেরেই এই বৈঠকের ডাক বলে মনে করা হচ্ছে।

NITI Ayog-এর বৈঠক বয়কট ৮ মুখ্যমন্ত্রীর, মমতা-কেজরীর পর বয়কটের ডাক পিনারাই-কেসিআরের
NITI Ayog-এর বৈঠক বয়কট ৮ মুখ্যমন্ত্রীর, মমতা-কেজরীর পর বয়কটের ডাক পিনারাই-কেসিআরের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তিনি ওই বৈঠকে যোগ দিতে পারবেন না। মমতার প্রতিনিধি হিসেবে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নাম প্রস্তাব করা হলে কেন্দ্র আপত্তি জানায়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে বৈঠক বয়কট করার সিদ্ধান্ত জানিয়েছেন। দিল্লির আমলাদের ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আটকাতে মরিয়া আম আদমি পার্টি। রাজ্যসভায় এই অধ্যাদেশ যাতে পাশ না করানো যায় তার জন্য বিরোধী দলগুলির সমর্থন আদায় করতে বেরিয়ে পড়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এনসিপি সভাপতি শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছেন তিনি। সূত্রে খবর, রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করার ইচ্ছেপ্রকাশ করেছেন আপ নেতা। শনিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের সঙ্গে দেখা করতে হায়দরাবাদ যাচ্ছেন আপ সুপ্রিমো।

NITI Ayog-এর বৈঠক বয়কট ৮ মুখ্যমন্ত্রীর, মমতা-কেজরীর পর বয়কটের ডাক পিনারাই-কেসিআরের

NITI Ayog-এর বৈঠক বয়কট ৮ মুখ্যমন্ত্রীর, মমতা-কেজরীর পর বয়কটের ডাক পিনারাই-কেসিআরের
NITI Ayog-এর বৈঠক বয়কট ৮ মুখ্যমন্ত্রীর, মমতা-কেজরীর পর বয়কটের ডাক পিনারাই-কেসিআরের