অর্ক সানাঃ সিঙ্গুরের সর্বনাশ করেছে মমতা, সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে পাপ করেছে! BJP এলে শিল্প হবে! মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায় বা শুভেন্দু অধিকারীর মত কি এবার এই কথাই বলবেন সিঙ্গুরের মাস্টার মশাই তথা সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ রবীন্দ্রনাথ ভট্টাচার্য? প্রশ্ন ঘুরছে সিঙ্গুরের বাসিন্দাদের মুখে। সোমবার বিজেপির হেস্টিং অফিসে সোনার বাংলা গড়ার স্বার্থে গেরুয়া নামাবলী গায়ে জড়িয়েছেন মাস্টারমশাই।
আরও পড়ুনঃ স্ট্র্যান্ডরোডে নিহত ৭,পরিবার পিছু ১০ লক্ষ ক্ষতিপূরণ ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর।
শোনা যাচ্ছে সিঙ্গুরের উন্নয়নের স্বার্থে এবারেও ভোটে লড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু বয়েসের ভার হয়তো বইতে পারবেন না কারণ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের মাস্টারমশাইকে টিকিট দেননি ভোটে দাঁড়ানোর। কিন্তু মাস্টারমশাই ছিলেন অবিচল। দন না টিকিট দিলেও নির্দল হয়ে ভোটে লড়ার কথা বলেছিলেন তিনি। এরপরেই তাঁর কাছে পৌঁছে যায় বিজেপি-র ‘অফার!’ একবাক্যে রাজি হয়ে রবীন্দ্রনাথ বাবু হাতে তুলেনেন পদ্ম পতাকা। এখন মুশকিল হল তিনি যে দলে গিয়েছেন সেই দলে তাঁর পূর্বসুরি অর্থাৎ তৃণমূল থেকে আগে গিয়ে যারা নাম লিখিয়েছেন তাঁরা এখন বলছেন সিঙ্গুর আন্দোলন ভুল ছিল!
কদিন আগে সিঙ্গুরের বুকে দাঁড়িয়ে লকেট চট্টোপাধ্যায় কে সাথে নিয়ে মুকুল রায় বলেছিলেন সিঙ্গুরে এলে তাঁর পাপ বোধ হয়! সেই পাপ কিছুটা স্খলিত হয়েছে লকেট সাংসদ হতে। কিন্তু পাপ সম্পূর্ণ প্রশমিত হবে যখন রাজ্যের ক্ষমতায় আসবে বিজেপি। এদিকে ফিরে তাকালে দেখা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন সিঙ্গুর আন্দোলন হয়েছিল, তখন তৃণমূলে সামনের সারির নেতা তথা নাম্বার টু ছিলেন মুকুল রায়। সিঙ্গুর আর নন্দীগ্রামের আন্দোলন যে তৃণমূলের পায়ের তলায় জমি এনে সিপিআইএমের পায়ের তলার জমি কেড়ে নিয়েছিল তা বলাই বাহুল্য।
মমতার পাশে সেই আন্দোলনে দেখা গিয়েছিল মুকুল রায় সহ তৃণমূলের তাবড় নেতাদের, এমনকি রাজনাথ সিং এর মত বিজেপি-র শীর্ষ নেতাও এসে সমর্থন করেছিলেন মমতা কে। যদিও সেই ঘটনার পর দশক গড়িয়েছে, আর এখন উল্টো সুর শোনা যাচ্ছে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা মুকুল রায় বা শুভেন্দু অধিকারীর গলায়। কদিন আগেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, “যেভাবে আন্দোলন করে টাটাকে তাড়িয়েছে, তাতে সারা দেশ বাংলার সম্পর্কে জেনে গেছে। তাই পাপ বোধ হয়। অন্যায় হয়েছিল। ভুল করেছিলাম। তবে লকেট সাংসদ হওয়ায় পাপ বোধ কিছুটা কমেছে।”
এখন প্রশ্ন হল সেই বিজেপিতে নাম লেখানো সিঙ্গুরের মাস্টারমশাই কি একই কথা বলবেন। সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য কি একই সুরে বলবেন , সিঙ্গুরের সর্বনাশ করে ভুল করেছি। মমতার আন্দোলন ভুল ছিল? প্রমাদ গুনছে সিঙ্গুরবাসী!