Abhishek-র বদলে এবার কুন্তলের মুখে শুভেন্দুর নাম, আদালত চত্বরে চাঞ্চল্যকর অভিযোগ
Shuvendu's name in Kuntal's mouth

নজরবন্দি ব্যুরো: গ্রেফতারির পর থেকেই একাধিকবার জনসমক্ষে মুখ খুলেছেন তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ। কখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে, আবার কখনই বিরোধী দলগুলির বিরুদ্ধে। যার দরুন প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন কুন্তল। এবার সেই রেশ কাটতে না কাটতেই ফের আদালত চত্বরে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ! শুধু তাই নয়, তাঁর মুখে শোনা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির নাম। বললেন, “শুভেন্দু অধিকারী ইডি-র বস।” যার জেরে নতুন করে শোরগোল ছড়িয়েছে রাজ্য-রাজনীতিতে!

আরও পড়ুন: Kuntal-র মামলায় ফের ভর্ৎসনার মুখে সিবিআই! আর সময় দেওয়া যাবে না, জানালেন বিচারক!

অন্যদিকে, এদিন ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব তৃণমূল থেকে বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ! বহিষ্কৃত নেতার দাবি, “মিথ্যে বলছে ইডি!” শুধু তাই নয়, আদালতে পেশ করার আগে ইডির বিরুদ্ধে তদন্তকে ভুল পথে চালিত করার অভিযোগ তুলেছেন কুন্তল ঘোষ! এদিন সংবাদমাধ্যমের সামনে কুন্তল বলেন, “ইডি মিথ্যা কথা বলছে। তদন্তকে ভুল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইডি। ইডিকে আমি চ্যালেঞ্জ করছি। যদি ইডির ক্ষমতা থাকে, তাহলে আমার স্টেটমেন্টটা আদালতে পেশ করে দেখাক। শুভেন্দু অধিকারী ইডি-র বস। ৩১ মে শুভেন্দু অধিকারী কতবার ইডি অফিসারদের ফোন করেছিলেন? শুভেন্দুর ফোন চেক করে দেখা হোক!”

Abhishek-র বদলে এবার কুন্তলের মুখে শুভেন্দুর নাম, শোরগোল রাজ্য-রাজনীতিতে
Abhishek-র বদলে এবার কুন্তলের মুখে শুভেন্দুর নাম, শোরগোল রাজ্য-রাজনীতিতে

প্রসঙ্গত, এর আগেও বহুবার কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূল বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ! শুধু তাই নয়, সংশোধনাগারে বিচারাধীন বন্দি থাকার সময় কুন্তল ঘোষ অভিযোগ করে জানান, ইডি-সিবিআই তাঁর উপর চাপ সৃষ্টি করছে। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য তাঁর উপরে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন কুন্তল। এরপরে এই মামলা সুপ্রিম কোর্ট অবধিও পৌঁছায়। যদিও সেই মামলায় রক্ষা কবচ পাননি অভিষেক। যার দরুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলবও করে সিবিআই।

Abhishek-র বদলে এবার কুন্তলের মুখে শুভেন্দুর নাম, শোরগোল রাজ্য-রাজনীতিতে

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য-রাজনীতি! তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য! শুধু তাই নয় ইডির তল্লাশিতে বিয়াধকদের বাড়ি থেকেও উদ্ধার হচ্ছে একাধিক নথি! কখনও কুন্তল আবার কখন অয়ন শীল! সংবাদের শিরোনামে প্রতিনিহত উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য! কোন দিকে যাবে এই মামলায় তদন্ত? কেঁচো খুটতে কি কেউটে বেরিয়ে আসছে? রাজনৈতিক মহলে সরগরম!

Abhishek-র বদলে এবার কুন্তলের মুখে শুভেন্দুর নাম, শোরগোল রাজ্য-রাজনীতিতে

Abhishek-র বদলে এবার কুন্তলের মুখে শুভেন্দুর নাম, শোরগোল রাজ্য-রাজনীতিতে