নজরবন্দি ব্যুরো: ফের আদালতে ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের নামে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে প্রথমে চার্জশিট পেশ করেছিল সিবিআই। আর সেই চার্জশিট সংক্রান্ত কিছু ব্যাখ্যা চেয়েছিলেন বিচারক। পরবর্তী শুনানির দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সিবিআইকে। কিন্তু এই মামলায় শুক্রবার আদালতে সিবিআই আরও সময় চাইলে, রীতিমত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনা করলেন বিচারক চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার বিভিন্ন মামলায় আদালতে ভর্ৎসনা মুখে পরেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কখনও শান্তি প্রসাদ সিংহা, আবারও কখনও কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, নীলাদ্রি দাসদের বিরুদ্ধে চার্জশিট প্রসঙ্গে আদালতে ভর্ৎসনা মুখে পরেছিল সিবিআই। সেই ক্ষেত্রে আদালতে বিচারক সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন, “কেন আমি এই চার্জশিট গ্রহণ করব?এই চার্জশিট কি গ্রহণযোগ্য?”

সূত্রের খবর, শুক্রবার কুন্তলের মামলায় বিচারক বলেন, “এত সময় দেওয়া যাবে না। আজই দেওয়ার কথা ছিল। অত্যন্ত ক্যাজুয়াল আপনারা।” যদিওবা শেষ পর্যন্ত সিবিআইকে আরও ১৪ দিন সময় দেওয়ার কথা জানান বিচারক। এর আগে গত মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার প্রথম চার্জশিট পেশ করেছিল সিবিআই। তাতে নাম ছিল কুন্তলের। কিন্তু এই মামলায় চার্জশিট করে তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি।
অন্যদিকে, এদিন ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব তৃণমূল থেকে বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ! বহিষ্কৃত নেতার দাবি, “মিথ্যে বলছে ইডি!” শুধু তাই নয়, আদালতে পেশ করার আগে ইডির বিরুদ্ধে তদন্তকে ভুল পথে চালিত করার অভিযোগ তুলেছেন কুন্তল ঘোষ! এদিন সংবাদমাধ্যমের সামনে কুন্তল বলেন, “ইডি মিথ্যা কথা বলছে। তদন্তকে ভুল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইডি। ইডিকে আমি চ্যালেঞ্জ করছি। যদি ইডির ক্ষমতা থাকে, তাহলে আমার স্টেটমেন্টটা আদালতে পেশ করে দেখাক।”