শুভমানই ভবিষ্যতের মহাতারকা, জানিয়ে দিলেন কিং কোহলি

শুভমানই ভবিষ্যতের মহাতারকা, জানিয়ে দিলেন কিং কোহলি
Shubman is the superstar of the future, said King Kohli

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ব্যাটিংয়ের ভবিষ্যৎ! এই ক্যাটেগরিতেই রয়েছেন শুভমান গিল । প্রতি ম্যাচেই গিল প্রমাণ করে দিচ্ছেন যে, কেন তাঁর ওপর প্রত্যাশার পারদ গগনচুম্বী হয়ে যাচ্ছে। সেঞ্চুরি করাটাকে রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন বছর তেইশের এই ব্যাটার।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নেই শ্রেয়স আইয়ার, অভিষেক হতে পারে সুর্যকুমারের

শুভমানই ভবিষ্যতের মহাতারকা, জানিয়ে দিলেন কিং কোহলি
শুভমানই ভবিষ্যতের মহাতারকা, জানিয়ে দিলেন কিং কোহলি

বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড চলতি তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল। ডু-অর-ডাই ম্যাচে, যে জিতত, সেই নাম লেখাত সিরিজ। এই ছিল ম্যাচের ভবিতব্য। সেই ম্যাচেই ফের জ্বলে উঠল গিলের ব্যাট। তাঁর শতরানে ভর করেই ভারত ১৬৮ রানে ম্যাচ জিতে সিরিজ ২-১ ছিনিয়ে নিল।

শুভমানই ভবিষ্যতের মহাতারকা, জানিয়ে দিলেন কিং কোহলি

আর করলেন রেকর্ড। পঞ্চম ভারতীয় হিসাবে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করার নজির গড়েন পাঞ্জাবের তরুণ ব্যাটার। একই সঙ্গে বিরাট কোহলির রেকর্ডও ভাঙেন। তারপরেই বিশেষ শুভেচ্ছা পেলেন মহাতারকা বিরাট কোহলির থেকে। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর শুভমন গিলকে ‘ভবিষ্যতের তারকা’ বললেন কিং কোহলি।

শুভমানই ভবিষ্যতের মহাতারকা, জানিয়ে দিলেন কিং কোহলি

10

ম্যাচের পরে ইনস্টাগ্রামে গিলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন বিরাট। সেই সঙ্গে লেখেন, “সিতারা। দ্য ফিউচার ইজ হিয়ার।” অর্থাৎ, ভবিষ্যতের মহাতারকা এসে গিয়েছে। প্রসঙ্গত, এক টি-টোয়েন্টি ইনিংসে ভারতীয় হিসাবে সবচেয়ে বেশি রান করার নজির ছিল বিরাট কোহলির। বুধবার সেই কীর্তি ভেঙে ফেলেন শুভমন।