ক্যাটরিনার সঙ্গে তার শাশুড়ির সম্পর্ক কেমন? সামনে আনলেন ভিকি
relation between katrina and vicky's mother

নজরবন্দি ব্যুরোঃ ২০২১ সালে গাঁটছড়া বেঁধেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। তবে তার বহু আগে থেকে তারা প্রেমের সম্পর্কে ছিলেন। তবে তাদের দুজনের মধ্যে কেউই সেই কথা প্রকাশ্যে আনেন নি বিয়ের আগে অবধি। তবে ভিকি এবং ক্যাটরিনার মধ্যে রয়েছে অনেক অমিল। তাদের সম্পর্ক কি ভিকির মা মেনে নিতে পেরেছিল? এবার শাশুড়ি বৌমার সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন ভিকি।

আরও পড়ুনঃ স্বামীকে আইনি বিচ্ছেদের নোটিস পাঠিয়েছিলেন পরীমণি, এবার প্রকাশ্যে নতুন ৫টি কারণ

ভিকি ও ক্যটরিনার দুজনের ভিন্ন পরিবেশে বড় হয়ে উঠেছে। ভিকির বড় হয়ে ওঠা পাঞ্জাবী পরিবারে। অন্যদিকে ক্যটরিনা পুরোদস্তুর বিদেশিনি। এমনকি ভিকির থেকে ক্যটরিনা বয়েসে প্রায় অনেকটাই বড়। তাই এত অমিল থাকা সত্ত্বেও কি পুত্রবধূকে সহজে মেনে নিতে পেরেছিল ভিকির মা?

vicky-katrina: ক্যাটরিনার সঙ্গে তার শাশুড়ির সম্পর্ক কেমন? সামনে আনলেন ভিকি

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকিকে এই বিষয়ে প্রশ্ন করায়, অভিনেতা বলেন ‘‘আমি আজকাল মাকে ফোন করলে মা প্রথমে আমাকে জিজ্ঞাসাই করেন না যে আমি কেমন আছি। মায়ের প্রথম প্রশ্ন, ক্যাটরিনা কেমন আছে। আসলে পঞ্জাবিদের পরিবারে বৌমা বলে কিছু হয় না।

ক্যাটরিনার সঙ্গে তার শাশুড়ির সম্পর্ক কেমন? সামনে এলো তথ্য

vicky-katrina: ক্যাটরিনার সঙ্গে তার শাশুড়ির সম্পর্ক কেমন? সামনে আনলেন ভিকি

বৌমাকে আমাদের পরিবারে মেয়ের মতোই স্নেহ করা হয়। আমার পরিবারে আমরা দুই ভাই। মা-বাবা অনেক দিন ধরেই নিজের মেয়ের মতো কাউকে খুঁজেছেন। ক্যাটরিনাকে পেয়ে তাই ওকে মাথায় করে তুলে রাখেন তাঁরা।’’