নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে পরীমণি আর শরিফুল রাজের বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। এবার পরীমণি রাজকে আইনি নোটিস পাঠালেন। এবং সামনে আনলেন একের পর এক বিস্ফোরক তথ্য। কিন্তু ঠিক কি কারনে বাধ্য হয়ে বিচ্ছেদের নোটিস পাঠালেন অভিনেত্রী? সামনে এলো সেই পাঁচটি কারন।
আরও পড়ুনঃ দাম্পত্য জীবনে ইতি টানছেন পরিমণি, স্বামী শরিফুলকে ডিভোর্সের নোটিস পাঠালেন অভিনেত্রী
বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদনে নিম্নলিখিত কারন গুলো উল্লিখিত ছিল। জেনে নিন সেগুলি কি কি?
১) দুজনের মধ্যে কোনরকম মিল ছিলনা। তাদের মধ্যে বহু মতের অমিল ছিল। অনেক চেষ্টা করেও নাকি কোন সমাধান মেলেনি।

২) এবং রাজ নাকি তার এবং তার ছেলের কোন খোঁজ খবর রাখতেন না। বিপদে আপদে কোনরকম সাহায্য করতেন না।
৩) তাদের মধ্যে কোন রকম বনিবনা ছিল না।
৪) বিভিন্ন কারনের জেরে তাদের মধ্যে মানসিক অশান্তিও সৃষ্টি হয়েছিল।
৫) রাজের চরিত্রে সমস্যা ছিল। তিনি নাকি বহু নারীর প্রতি আসক্ত ছিলেন।
স্বামীকে আইনি বিচ্ছেদের নোটিস পাঠিয়েছিলেন পরীমণি, এবার কারন সামনে আনলেন বাংলাদেশী নায়িকা
এতদিন অবধি সকলে জানত রাজ এবং পরি নাকি ২০২২ সালের জানুয়ারি মাস থেকে সম্পর্কে রয়েছেন। কিন্তু পরির পাঠানো ডিভোর্সের নোটিশে দেখা যাচ্ছে তাদের সম্পর্কের সূচনা হয়েছিল ২০২১ সালের ১৭ অক্টোবরে। তার ১০ মাস পরেই তাদের ছেলে রাজ্যের জন্ম হয়। এরপর থেকে একের পর এক সমস্যা তাদের জীবনে দানা বাঁধতে শুরু করে। অবশেষে বুধবার রাত্রে তারা আনুষ্ঠানিক ভাবে বিচ্ছেদের কথা ফেসবুকে ঘোষণা করেন।