নজরবন্দি ব্যুরো: বাংলাদেশের জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন পরিমণি। ঢালিউডের অন্যতম আলোচিত মুখ তিনি। কাজের বাইরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার শেষ নেই। বিগত কিছু সময়ে ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে তাঁর দাম্পত্য জীবন। অবশেষে সমস্ত জল্পনার ইতি ঘটিয়ে স্বামী শরিফুলকে বিবাহ বিচ্ছেদের আইনি নোটিস পাঠালেন পরিমণি।
আরও পড়ুন: বিনা অনুমতিতে নাম, ছবি, কণ্ঠস্বর ব্যবহার করা যাবে না, অনিলের আবেদনে সায় হাইকোর্টের
২০২২ সালে অনুরাগীদের চমকে দিয়ে অভিনেতা শরিফুল রাজকে বিয়ের ঘোষণা করেন পরিমণি। ওই বছর ২২ জানুয়ারি ১০১ টাকা দেনমোহরে শরিফুল ও পরির বিয়ে সম্পন্ন হয়। সেইসময়েই অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী। পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয় দুজনের। এটি ছিল পরিমণির পঞ্চম বিয়ে। এই খবর চাউর হতেই তাঁকে ঘিরে সমালোচনা আরও বাড়তে থাকে। সামাজিক মাধ্যমে শুরু হয় ট্রোলিং। এরইমধ্যে তারকা দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান রাজ্য। সন্তানের জন্মের কয়েক মাসের মধ্যেই দুজনের সম্পর্কে চিড় ধরতে দেখা যায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে এনিয়ে মুখ খোলেন দুজনেই।
অনেকেই মনে করেছিলেন ফের সম্পর্কের সমীকরণ স্বাভাবিক করে রাজ ও পরি এক হবেন। কিন্তু সব জল্পনায় জল ঢেলে অভিনেত্রী নিজেই স্বামীকে ডিভোর্সের নোটিস পাঠালেন। সূত্রের খবর অনুযায়ী, বুধবার এই নোটিস রাজের কাছে পাঠানো হয়েছে। যদিও এখনও দু তরফ থেকেই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের বিনোদন জগতে বড় পর্দায় অভিষেক ঘটে পরিমণির। একই বছরে ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। ‘ভালবাসব তোমায়’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’ ‘স্বপ্নজাল’ সহ একাধিক ছবিতে কাজ করে জনপ্রিয়তার শিখরে উঠেছেন পরিমণি। তাঁর ব্যক্তিগত জীবনের বিতর্ক পিছু ছাড়েনি। চারটি ব্যর্থ বিয়ে, মাদক মামলা, শরিফুলের সঙ্গে পঞ্চম বিয়ে, সবেতেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন পরি।
দাম্পত্য জীবনে ইতি টানছেন পরিমণি, স্বামী শরিফুলকে ডিভোর্সের নোটিস পাঠালেন অভিনেত্রী
