বিনা অনুমতিতে নাম, ছবি, কণ্ঠস্বর ব্যবহার করা যাবে না, অনিলের আবেদনে সায় হাইকোর্টের

নজরবন্দি ব্যুরো: বিনোদন জগতে বাস করলেও তারকাদের নিজস্ব ব্যক্তিগত জীবন থাকে। কিন্তু একথা বোঝে কজন? তারকার জীবনে কী হচ্ছে, কোথায় যাচ্ছে, গোপন কোনও খবর আছে নাকি এইসবই প্রায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক সময়েই চোখে পড়ে তারকাদের নাম, ছবি, কণ্ঠ ব্যবহার করা হচ্ছে, কিন্তু এবিষয়ে হয়তো সংশ্লিষ্ট তারকা কিছুই জানেন না। তাঁদের অজান্তেই হতে পারে বড় কোনও বিপদ। সম্প্রতি একটি আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলিউড অভিনেতা অনিল কাপুর।

আরও পড়ুন: হাজিরার দিন সব নথি জমা দেননি নুসরত, ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে অভিনেত্রীকে কী নির্দেশ ইডির

ব্যক্তিগত অধিকার লঙ্ঘনে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন অনিল কাপুর (Anil Kapoor)। এদিন এই মামলার শুনানিতেই হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, বিনা অনুমতিতে বাণিজ্যিকভাবে অনিল কাপুরের নাম, ছবি, গলা ব্যবহার করা যাবে না। সূত্রে খবর, এমন কয়েকটি সাইটের খোঁজ পাওয়া গিয়েছে যেগুলি অনুমতি ছাড়াই তারকার নাম ও ছবি ব্যবহার করছেন। সেই সমস্ত সাইটগুলিকে শনাক্ত করে কঠোর শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বিনা অনুমতিতে নাম, ছবি, কণ্ঠস্বর ব্যবহার করা যাবে না, অনিলের আবেদনে সায় হাইকোর্টের

সূত্র মারফত খবর, মামলায় বলা হয়েছে অনিলের অনুমতি ছাড়া কোনও সংস্থা বা ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া চ্যানেল কিংবা মোবাইল অ্যাপে তাঁর গলা, ছবি, নাম, সই ব্যবহার করতে পারবে না। এমনকি অত্যাধুনিক প্রযুক্তি এআই টেকনোলজির অপব্যবহার করা যাবে না। নির্দেশ অমান্য করলে দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে বলেও জানানো হয়েছে।

বিনা অনুমতিতে নাম, ছবি, কণ্ঠস্বর ব্যবহার করা যাবে না, অনিলের আবেদনে সায় হাইকোর্টের

অনিল কাপুর একা নন, এর আগে বলিউডের ‘শেহেনশাহ’ অমিতাভ বচ্চন এই একই আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তিনি আবেদন করেছিলেন, অনুমতি ছাড়া যেন তাঁর নাম, ছবি ব্যবহার না করা হয়। আদালত বিগ বির পক্ষেই রায় দেয়। এই নিষেধাজ্ঞা কেবল ভারত নয় সমগ্র বিশ্বে যাতে কেউ এমন না করতে পারে সেকথাও জানানো হয়েছিল।

বিনা অনুমতিতে নাম, ছবি, কণ্ঠস্বর ব্যবহার করা যাবে না, অনিলের আবেদনে সায় হাইকোর্টের

বিনা অনুমতিতে নাম, ছবি, কণ্ঠস্বর ব্যবহার করা যাবে না, অনিলের আবেদনে সায় হাইকোর্টের