হাজিরার দিন সব নথি জমা দেননি নুসরত, ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে অভিনেত্রীকে কী নির্দেশ ইডির

নজরবন্দি ব্যুরো: ফ্ল্যাট প্রতারণাকাণ্ডের তদন্তে টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানকে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। একাধিক জরুরী নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টার জেরা সামলে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। কিন্তু জানা যায়, ওইদিন সমস্ত নথি জমা দেননি অভিনেত্রী। তাই তাঁর কাছে আরও নথি চেয়ে পাঠাল ইডি।

আরও পড়ুন: রাজ্যে থাবা বসাচ্ছে ডেঙ্গু, পুজোয় কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

গত ১২ সেপ্টেম্বর ফ্ল্যাট প্রতারণাকাণ্ডের তদন্তে ইডির তলবে সিজিও কমপ্লক্সে হাজিরা দেন নুসরত জাহান। সময়ের আগেই ইডি দফতরে পৌঁছে যান তিনি। অভিনেত্রীকে জরুরী নথি সঙ্গে করে নিয়ে আসতে বলা হয়েছিল। সাড়ে ছয় ঘণ্টা পর জিজ্ঞাসাবাদ শেষ হয়। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ‘যা বলার সব ইডিকে বলেছি’। এখন জানা যাচ্ছে, ইডি দফতরে সমস্ত নথি নিয়ে যাননি নুসরত। তাই তাঁর কাছ থেকে আরও নথি চাওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ এনে সরব হয়েছে বিজেপি।

 হাজিরার দিন সব নথি জমা দেননি নুসরত, ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে অভিনেত্রীকে কী নির্দেশ ইডির

ঘটনার সূত্রপাত সপ্তাহখানেক আগে। অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ, ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা প্রতারণার করেছেন তিনি। জানা গিয়েছে, ২০১৪-১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিক একটি সংস্থায় অর্থ জমা দেন। আর অপি সংস্থার ‘অন্যতম ডিরেক্টর’ ছিলেন নুসরত, এমনটাই দাবি করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। অভিযোগ, এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়ে ওই সংস্থা প্রত্যেকের কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা করে নেয়। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও ফ্ল্যাট পাননি এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি। এই সংস্থাতেই নুসরত ডিরেক্টর পদে ছিলেন বলে দাবি বিজেপি নেতার।

 হাজিরার দিন সব নথি জমা দেননি নুসরত, ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে অভিনেত্রীকে কী নির্দেশ ইডির

ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে নুসরতের নাম জড়াতেই শোরগোল পড়ে যায়। অভিনেত্রী-সাংসদ সাংবাদিক বৈঠক ডেকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। এরপর এক অনুষ্ঠানে স্বামী যশ দাশগুপ্তকে পাশে নিয়েই সাংবাদিকদের সামনে নুসরত দাবি করেছিলেন তাঁকে ইডি ডাকবে না। যদিও এর কয়েকদিনের মধ্যেই ইডি অভিনেত্রীকে তলব করে। অন্যদিকে, আগামী সপ্তাহে ফের সংস্থার ডিরেক্টর রাকেশ সিংকে আগামী সপ্তাহে ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রে খবর।

হাজিরার দিন সব নথি জমা দেননি নুসরত, ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে অভিনেত্রীকে কী নির্দেশ ইডির

 হাজিরার দিন সব নথি জমা দেননি নুসরত, ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে অভিনেত্রীকে কী নির্দেশ ইডির
হাজিরার দিন সব নথি জমা দেননি নুসরত, ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে অভিনেত্রীকে কী নির্দেশ ইডির