রাজ্যে থাবা বসাচ্ছে ডেঙ্গু, পুজোয় কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

নজরবন্দি ব্যুরো: বাংলায় ক্রমশ ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়ছে। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। বর্ষার কারণে আরও মাথাচাড়া দিয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। সামনেই পুজো, শহর তথা রাজ্যে ভিড় বাড়বে মানুষের। এই অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে তৎপর কলকাতা পুরসভা। পুজোয় বাতিল হল স্বাস্থ্যকর্মীদের ছুটি। পাশাপাশি পুজো কমিটিগুলিকেও পুরসভার তরফে নোটিস পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২০ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে

বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর বাকি আর কয়েকদিন।। পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী দুই মাস অর্থাৎ অক্টোবর ও নভেম্বর জুড়ে বজায় থাকবে পুজোর মরশুম। আর এই দুটি মাসের জন্যই স্বাস্থ্যদফতরের কর্মীদের ছুটি বাতিল করল কলকাতা পুরসভা। মশাবাহিত রোগ ডেঙ্গু ও ম্যালেরিয়াকে নিয়ন্ত্রণে আনতে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হবে পুরসভার তরফে। পাশাপাশি শহরের সব পুজো কমিটিগুলিকে নোটিস পাঠানো হয়েছে। সম্প্রতি পুরসভার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের প্রধান, অতীন ঘোষ, কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী, পুরসভার চিকিৎসকদের উপস্থিতিতে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যে থাবা বসাচ্ছে ডেঙ্গু, পুজোয় কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

পুরসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দু’মাস স্বাস্থ্যকর্মীদের ছুটি মিলবে না। দুর্গাপুজো তো বটেই কালীপুজো এবং দীপাবলীতেও ছুটি নেই। ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, মশাবাহিত সংক্রমণ দমন করতে ড্রোন ব্যবহার করা হবে। ডেঙ্গু কিংবা ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের বাড়িতে পৌঁছে যেতে হবে। এলাকার কোনও জায়গায় যাতে মশা আধিপত্য বিস্তার করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। এমনকি কোনও স্বাস্থ্যকর্মী যদি নির্দেশ অমান্য করে সেক্ষেত্রে তাঁদের জন্য কড়া শাস্তির ব্যবস্থা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রাজ্যে থাবা বসাচ্ছে ডেঙ্গু, পুজোয় কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

ডেঙ্গু নিয়ে রাজ্য যখন ক্রমশ উঠবে বাড়ছে সেই সময় মশাবাহিত এই রোগের দোসর হয়ে আতঙ্ক ধরাচ্ছে নিপা। ইতিমধ্যেই রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত এক রোগীর হদিস মিলেছে। তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থাতেই রোগীর মৃত্যু হয় বলে খবর। হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত যুবক কর্মসূত্রে কেরালায় ছিল। সেখান থেকেই এক অজানা জ্বরে আক্রান্ত হয়ে এরাজ্যে ফিরে আসে। প্রথমে তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চিকিৎসক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

রাজ্যে থাবা বসাচ্ছে ডেঙ্গু, পুজোয় কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

রাজ্যে থাবা বসাচ্ছে ডেঙ্গু, পুজোয় কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
রাজ্যে থাবা বসাচ্ছে ডেঙ্গু, পুজোয় কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল