চতুর্থবার বিয়ে করলেন পপ তারকা জেনিফার লোপেজ, পরিণতি পেল ২০ বছরের পুরনো সম্পর্কের
চতুর্থবার বিয়ে করলেন পপ তারকা জেনিফার লোপেজ, পরিণতি পেল ২০ বছরের পুরনো সম্পর্কের

নজরবন্দি ব্যুরোঃ চতুর্থবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। ‘সিঙ্গল’ তকমা ঘুচিয়ে আবারো সংসারে পা রাখলেন গায়িকা, অভিনেত্রী। সঙ্গী তার পুরনো প্রেমিক বেন অ্যাফ্লেক। দীর্ঘ ২০ বছরের পুরনো সম্পর্ক অবশেষে পরিণতি পেল।

আরও পড়ুনঃ গেলেন বিরাট, দল ফিরলেও তিনি পরিবারের সাথে থাকবেন ইংল্যান্ডেই

শনিবার লাস ভেগাসে শুভ পরিণয় সম্পন্ন হল তাদের। আইনি মতে বিয়ে সেরেছেন দু’জনে। জেনিফার এখনো সোশ্যাল মিডিয়ায় ঘোষণা না করলেও, একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে তাদের বিয়ের খবর নিশ্চিত করা হয়েছে। বেনের সঙ্গে জেনিফারের আলাপ ২০০১ সালে।

Jennifer Lopez: চতুর্থবার বিয়ে করলেন পপ তারকা জেনিফার লোপেজ, পরিণতি পেল ২০ বছরের পুরনো সম্পর্কের

‘গিগলি’ সিনেমায় প্রথমবার রিল লাইফ জুটি হিসেবে তাঁদের দেখা যায়। তারকা জুটির রসায়ন শুরু থেকেই নজরকাড়া। মিডিয়া সেনসেশন ছিলেন তাঁরা। শুটিংয়ের মাঝেই প্রেমের সম্পর্কের শুরু। ২০০২ সালে এনগেজমেন্টও করেছিলেন তাঁরা।

Jennifer Lopez: চতুর্থবার বিয়ে করলেন পপ তারকা জেনিফার লোপেজ, পরিণতি পেল ২০ বছরের পুরনো সম্পর্কের

চতুর্থবার বিয়ে করলেন পপ তারকা জেনিফার লোপেজ, পরিণতি পেল ২০ বছরের পুরনো সম্পর্কের

Jennifer Lopez: চতুর্থবার বিয়ে করলেন পপ তারকা জেনিফার লোপেজ, পরিণতি পেল ২০ বছরের পুরনো সম্পর্কের

এরপর আচমকা ২০০৪ সালে তাঁদের প্রেমের সম্পর্কে ফাটল ধরে। সম্পর্ক ভেঙে অন্য সম্পর্কে জড়ান দু’জনেই। বেন বিয়ে করেন জেনিফার গার্নারকে। এবং তাঁর তিন সন্তানও রয়েছে। সেই সম্পর্ক ভাঙার পর আবারও জেনিফার লোপেজের প্রেমে পড়েন তিনি। এপ্রিলেই ফের এনগেজমেন্ট হয় তাঁদের।