আদালত চত্ত্বরে রাজনৈতিক স্লোগান! সম্ভবনার প্রশ্ন উড়িয়ে বাস্তব হল হাই কোর্টে।
আদালতে রাজনৈতিক স্লোগান, সম্ভবনার প্রশ্ন উড়িয়ে বাস্তব হল হাই কোর্টে।

নজরবন্দি ব্যুরোঃ আদালত চত্ত্বরে রাজনৈতিক স্লোগান! এটাও সম্ভব৷ বুধবার সেই ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট। ‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রীরাম’ স্লোগানে কেঁপে উঠল এজলাসের তুলা। আদালত বিচারের আশায় যার চৌকাঠে পা বাড়ান সাধারণ মানুষ। যেখানে পাল্লা দুই দিকেই সমান। আসলে রাজনীতি নিতী হারিয়ে কতটা নিম্নমুখী হতে পারে তার প্রমান পাওয়া গেল আজ!

আরও পড়ুনঃ তৃণমূলে যোগ দিলেন মুকুল সাংমা সহ ১২ বিধায়ক, জোড়াফুলের দাপট মেঘালয়ে।

যেখানে প্রাধান্য পায় না গায়ের রঙ, জাত, এমনকি রাজনৈতিক রঙ। কিন্তু সেই আদালতের চৌকাঠে দাঁড়িয়ে রাজনৈতিক স্লোগান তুললেন আইনজীবীরা। হতবাক বিচার প্রত্যাশী সাধারণ৷ ভিডিও ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনা। এবিষয়ে লিখিত আবেদন জমা পড়েছে। আইন পাল্লায় এটা কতটা অপরাধ? বিচারের আশায় আম জনতা।

ঘটনার বহর দেখে সাধারনের প্রশ্ন… বিচার কি মিলবে? বিচার মিললেও শাস্তি কি হবে? নিশ্চিত ভাবেই বিস্ময় প্রকাশ করবেন বিচারপতি। তিরস্কার করবেন সেই সব স্লোগানকারীদের। কিন্তু তারপর? এই তারপরের জবার নিশ্চই মিলবে আদালতেই। কারন আজও সব যায়গায় আশা হারিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষ তার প্রতিদ্বন্দ্বী কে হুশিয়ারি দিয়ে বলেন, I will see you in the Court!

আদালত চত্ত্বরে রাজনৈতিক স্লোগান দিলেন রাজনীতি প্রেমীরা, ভুলে গেলেন এটা আইনের মন্দির!