Mukul Sangma: তৃণমূলে যোগ দিলেন মুকুল সাংমা সহ ১২ বিধায়ক, জোড়াফুলের দাপট মেঘালয়ে।

Mukul Sangma: তৃণমূলে যোগ দিলেন মুকুল সাংমা সহ ১২ বিধায়ক, জোড়াফুলের দাপট মেঘালয়ে।
Meghalaya: In massive jolt to Congress, former CM Mukul Sangma, 11 other MLAs join TMC

নজরবন্দি ব্যুরোঃ বুধবারে বড় চমক এল মমতার হাত ধরে৷ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ ১২ জন বিধায়ক। ১৭ জনের মধ্যে ১২ জন বিধায়ক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় মেঘালয়ে প্রধান বিরোধী দল হিসাবে তকমা পেল তৃণমূল।

আরও পড়ুনঃ বুদ্ধং শরণং গচ্ছামি, খেঁজুরিতে বাম নাম জপ করছেন শুভেন্দু অধিকারী!

২০১০ থেকে ২০১৮ অবধি মুখ্যমন্ত্রী পদ সামলেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। সম্প্রতি দলের সঙ্গে দুরত্ব বেড়েই চলেছিল। শেষ অবধি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন কংগ্রেস হাইকম্যান্ড তাতে কোনও লাভ হয়নি।
১২ জন বিধায়ক ইতিমধ্যেই স্পিকার মেতবা লিন লিনদোর কাছে লিখিতভাবে দল বদলের কথা জানিয়েছেন। আগামীকাল দুপুর দেড়টা নাগাদ সাংবাদিক বৈঠক করবেন তাঁরা।

যদিও কিছুদিন ধরেই মুকুল সাংমার তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা চলছিল৷ সম্প্রতি কলকাতায় এসে অভিষেকের সঙ্গে মুকুলের বৈঠক জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিল। বুধবার সেটাই হল৷ এর ফলে কংগ্রেস নেতৃত্বকেও বিরাট ধাক্কা দেওয়া হল তৃণমূলের।

তৃণমূলে যোগ দিলেন মুকুল সাংমা সহ ১২ বিধায়ক, মেঘালয়ের প্রধান বিরোধী দলের তকমা পেল তৃণমূল!

তৃণমূলে যোগ দিলেন মুকুল সাংমা সহ ১২ বিধায়ক, জোড়াফুলের দাপট মেঘালয়ে।
তৃণমূলে যোগ দিলেন মুকুল সাংমা সহ ১২ বিধায়ক, জোড়াফুলের দাপট মেঘালয়ে।

রাজনৈতিক মহলের মতে, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার পর সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বৈঠকের প্রসঙ্গ এড়িয়ে যান তিনি। বলেন, নির্বাচনের কারণে এখন সাক্ষাত সম্ভব নয়। কিন্তু কংগ্রেসের বিরাট ভাঙন আগামী দিনে বড়সড় প্রভাব ফেলবে৷ এবিষয়ে একেবারে নিশ্চিত রাজনৈতিক মহল।