রণক্ষেত্র ধর্মতলা, চাকরিপ্রার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি, আটক একাধিক
police upper primary candidates clash in esplanade

নজরবন্দি ব্যুরো: আপার প্রাইমারি (upper primary) চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি ধর্মতলায়। সোমবার বেলার দিকে ওয়াই চ্যানেলে বসার আগে তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে পড়লে, তাঁদের টেনে হিঁচড়ে পুলিশ তুলে দেয় বলে অভিযোগ। এর পরেই উত্তেজনা চরমে পোঁছায়।

আরও পড়ুন: হবু শিক্ষকদের তালিকায় বিরোধী দলের নেতাদের নাম, রাজনৈতিক মহলে জোর জল্পনা

পুলিশের সাথের চাকরি প্রার্থীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। আন্দোলনকারীদের দাবি, আট বছর আগে তাঁদের পরীক্ষা নেওয়া হয়েছে। দু-দুবার ইন্টারভিউও হয়েছে। কিন্তু ফলাফল সামনে আসেনি। কেন এত বিলম্ব ? কেন এই ধরপাকড় ? প্রশ্ন তোলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের প্রশ্ন, তাঁরা চলে যেতে ইচ্ছেপ্রকাশ করলেও তাঁদের গ্রেফতার করা হয়।  এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন  তোলেন আন্দোলনকারীরা।

রণক্ষেত্র ধর্মতলা, চাকরিপ্রার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি, আটক একাধিক
রণক্ষেত্র ধর্মতলা, চাকরিপ্রার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি, আটক একাধিক

উল্লেখ্য, নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে পড়লে বহু পুলিশ জড়ো হয়ে যায়। জোর করে চাকরিপ্রার্থীদের একটি বেসরকারি বাসে তোলা হয়।  চাকরি প্রার্থীরা সরকারের উদ্দেশ্যে বলেন, যেখানে সরকার টাকা নিতে পারছে না তাই আমাদের নিয়োগ করতে পারছে না। আট বছর ধরে ইন্টাভিউ দিয়েও। তাদের আরও অভিযোগ, ওয়াই চ্যানেল থেকে চলে যেতে রাজি হওয়া সত্ত্বেও পুলিশ তাঁদের টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করে। কারণ তাঁরা সরকারের কাছে নিজেদের নির্দোষ সাজবে।

রণক্ষেত্র ধর্মতলা, চাকরিপ্রার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি, আটক একাধিক

Upper Primary Agitation: রণক্ষেত্র ধর্মতলা, চাকরিপ্রার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি, আটক একাধিকউল্লেখ্য, এর আগে গত সপ্তাহে এক্সাইড মোড়ে টেট ২০১৪য় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ ও পুলিশি ধরপাকড়ের ঘটনা। গত ৯ নভেম্বর, দু’হাজার চোদ্দ সালের টেট  উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জমায়েত ও বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাঁধে এক্সাইড মোড়ে। পুলিশি ধরপাকড় চলাকালীন ঝরে রক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  দফতরের সামনে দফায় দফায় চলে বিক্ষোভ কর্মসূচি।