নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হতে এক সপ্তাহ বাকি নেই। তার আগেই সমস্যায় পড়ল পাকিস্তান। এখনও ভিসা পাননি বাবর আজ়মেরা। এর ফলে বিশ্বকাপের আগে দুবাই গিয়ে দলের বিশেষ প্রস্তুতির পরিকল্পনা বাতিল করতে হয়েছে পাকিস্তানকে।
আরও পড়ুন: রাঘব-পরিণীতির বিয়ে, তবে পরিকল্পনা গেল ভেস্তে! আমেরিকা থেকে আসতে পারছেন না প্রিয়ঙ্কা!
ভারতে খেলতে আসার ছাড়পত্র এখনও পায়নি পাকিস্তানের ক্রিকেট দল। যদিও ভারতে খেলার ভিসা বাকি সব দেশ পেয়ে গিয়েছে। নেদারল্যান্ডস ইতিমধ্যে ভারতে এসে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। সোমবার দুবাইয়ে যাওয়ার কথা ছিল পাকিস্তানের। পাক ক্রিকেট দল হায়দরাবাদে প্রস্তুতি ম্যাচে নামার আগে দুবাইয়ে যেতে চেয়েছিল।
দুদিন দুবাইয়ে থেকে সেখান থেকে হায়দরাবাদ যাওয়ার পরিকল্পনা ছিল বাবর আজমদের। পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তান বুধবার দুবাই যাবে এবং বৃহস্পতিবার হায়দরাবাদে পৌঁছবে। ভিসা পেতে দেরি হওয়ায় দুবাইয়ে আর সময় কাটানোর সুযোগ পাবেন না তাঁরা।
বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা, ভারতের ভিসা পেল না পাকিস্তান
পাকিস্তান ক্রিকেট বোর্ড আশাবাদী, প্রস্তুতি ম্যাচের আগে ভিসা পেয়ে যাবেন বাবরেরা। পাকিস্তানের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ হবে ৩ অক্টোবর। বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ অক্টোবর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে তারা। সেই ম্যাচ হায়দরাবাদে।