নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসেই শুরু বাজেট অধিবেশন। আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। আগামী এপ্রিল মাসের ৬ তারিখ শেষ হবে অধিবেশন। সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, আগামী ৬৬ দিনের মধ্যে ২৭ দিন চলবে অধিবেশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্যে দিয়ে শুরু হবে অধিবেশন। ২৪ এর নির্বাচনের আগে এবছরের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেটের প্রস্তুতি কতদূর? তা খতিয়ে দেখতেই আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কেন্দ্রীয় সূত্রে খবর, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অর্থনীতিবিদ ও বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে প্রাক বাজেট বৈঠকে বসবেন। নীতি আয়োগের সদর দফতরেই এদিন বৈঠক হবে বলে খবর। এছাড়াও এদিনে বৈঠকে অন্যান্য মন্ত্রীরা উপস্থিত থাকবেন। সেখানে বাজেট সংক্রান্ত একাধিক পরামর্শ দিতে পারেন প্রধানমন্ত্রী।

প্রথম দফার বাজেটে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা হবে। কারণ, অগাস্ট মাসে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার সংসদে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। এরপর দ্বিতীয় দফায় শুরু হবে বাজেট পর্ব। করোনাকালে বিরাট আঘাত পেয়েছিল ভারতীয় অর্থনীতি। ২০২২ সালের কেন্দ্রীয় বাজেটে আর্থিক সংস্কারের নিয়ম আনার ঝুঁকি নেয়নি অর্থ মন্ত্রক। গত বছর দেশে আর্থিক প্রবৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ।
চলতি মাসেই শুরু বাজেট অধিবেশন, লোকসভার আগে বিশেষ নজর মোদির

এবারের বাজেটে বিশেষ নজর থাকছে সমস্ত মহলের। কারণ, লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং আগামী দিনে কয়েকটি রাজ্যের নির্বাচনের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়? শুধুমাত্র আর্থিক সুবিধা নয়, অন্যান্য মন্ত্রকের তরফে কী ভূমিকা নেওয়া হয়? সেদিকেও নজর থাকবে।