Dilip Ghosh: কেষ্টবাবু নাড়া দিলে সাড়ে পাঁচশো কোটি বেরোবে, রাজ্যজুড়ে টাকা উদ্ধারের ঘটনায় দিলীপের কটাক্ষ

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা থেকে জেলা, একাধিক জায়গায় চলে আয়কর দফতরের অভিযান। মোট ২৮ জায়গায় অভিযান চালিয়ে মোট ১৫ কোটি টাকা উধার করেছে আয়কর বিভাগ। আয়কর বিভাগের নজরে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। যা নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, কেষ্টবাবু নাড়া দিলে সাড়ে পাঁচশো কোটি বেরোবে।

আরও পড়ুনঃ Sharad Yadav: প্র‍য়াত শরদ যাদব, শোকের ছায়া রাজনৈতিক মহলে

শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, কেন্দ্র বলছে ডিজিট্যাল পেমেন্ট করো। দশ বিশ লক্ষ টাকা পেমেন্ট পারপাসে বাড়িতে থাকা স্বাভাবিক। কিন্তু ১১ কোটি টাকা! যেখানে হাত দিচ্ছে, টাকা পাচ্ছে। টাকা উদ্ধার না হলে, তবু হ্যারাসমেণ্ট হয়েছে বলা যেত। যেখানে হাত দিচ্ছে, টাকা বেরিয়েই যাচ্ছে। পার্থবাবুর বাড়িতে গেলে সাড়ে তিনশো কোটি পাবে। কেষ্টবাবু নাড়া দিলে সাড়ে পাঁচশো কোটি বেরোবে। সাংসদ, বিধায়কদের বাড়িতে কোটি কোটি টাকা পাবে। তথ্যপ্রমাণ আছে তো। পাবলিক হাসছে।

কেষ্টবাবু নাড়া দিলে সাড়ে পাঁচশো কোটি বেরোবে, কটাক্ষ দিলীপের 
কেষ্টবাবু নাড়া দিলে সাড়ে পাঁচশো কোটি বেরোবে, কটাক্ষ দিলীপের

একইসঙ্গে বিজেপি সাংসদের মন্তব্য, কোন ববি কে টানলে কোন ববি নড়ে যাবে, সেটা আগামী দিনে বোঝা যাবে। হুগলিতে এক যুব নেতা আমার বিরুদ্ধে কেস করেছিল, সে ধরা পড়েছে। ও দিদির খুব কাছের লোক। যে অন্যায় করেছে, তাঁদের ভুগতে হবে। তাঁরা আমাদের বিরুদ্ধে মিথ্যে কেস দিয়ে দিদির কাছের হওয়ার চেষ্টা করে।

কেষ্টবাবু নাড়া দিলে সাড়ে পাঁচশো কোটি বেরোবে, কটাক্ষ দিলীপের 

কেষ্টবাবু নাড়া দিলে সাড়ে পাঁচশো কোটি বেরোবে, কটাক্ষ দিলীপের 
কেষ্টবাবু নাড়া দিলে সাড়ে পাঁচশো কোটি বেরোবে, কটাক্ষ দিলীপের

তাঁর সংযোজন, অপেক্ষা করুন। অনেক কিছুই হবে। উনি থেকেই তো কলকাতা ডুবতে দেখলেন। না থেকেই বা কি ক্ষতি হবে? সরকারের নীতিই যদি দুর্নীতি হয়, সরকারের পলিসিই যদি হিংসা হয়, তার বিরুদ্ধে তো এজেন্সি লাগানো হবেই। পশ্চিমবঙ্গে সমস্ত বিডিও অফিস ঘেরাও চলছে। মানুষ রাস্তায় নামছে। আজ কেন জনতা এতো ক্ষুব্ধ? কেন পাবলিক গালাগালি দিচ্ছে? জেলায় জেলায় সন্ত্রাস চলছে। এরকম দৃশ্য সারা দেশে কোথাও নেই।