ওয়াশরুমের মেঝেতে পড়ে লেখক সুজন দাশগুপ্তর দেহ, একেনবাবু-র স্রষ্টার মৃত্যু নিয়ে দানা বাঁধছে রহস্য
mystery surrounding the death of the creator of Ekenbabu

নজরবন্দি ব্যুরোঃ একেনবাবু-র লেখক সুজন দাশগুপ্তর অস্বাভাবিক মৃত্যু। বুধবার সকালে লেখকের কলকাতার ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। লেখকের দেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে বলেই খবর। এমনিতে আমেরিকাবাসী হলেও বেশ কয়েক মাস হল তিনি কলকাতাতেই ছিলেন।

আরও পড়ুনঃ সুস্থ হতে কতদিন সময় লাগবে? পন্থকে নিয়ে এল বড় আপডেট

এই বইমেলাতেই তাঁর নতুন বই প্রকাশ পাওয়ার কথা। ‘দ্য একেন’ ছবির সাংবাদিক সম্মেলনেও তিনি হাজির ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। শেষ ৫০ বছর ধরে তিনি থাকতেন আমেরিকাতেই। বুধবার সকালে তাঁর বাইপাস সংলগ্ন ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে তাঁর দেহ।

ওয়াশরুমের মেঝেতে পড়ে লেখক সুজন দাশগুপ্তর দেহ, একেনবাবু-র স্রষ্টার মৃত্যু নিয়ে দানা বাঁধছে রহস্য
ওয়াশরুমের মেঝেতে পড়ে লেখক সুজন দাশগুপ্তর দেহ, একেনবাবু-র স্রষ্টার মৃত্যু নিয়ে দানা বাঁধছে রহস্য

শোনা যাচ্ছে, তাঁর স্ত্রী মঙ্গলবারই শান্তিনিকেতনে গিয়েছেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও তাঁর পরিচারিকা আসেন সময় মতো। লেখক দীর্ঘ সময় ধরে দরজা না খোলায় তাঁর বাইপাসের ধারের আবাসনের নিরাপত্তারক্ষীদের ডেকে আনেন সেই মহিলা। কিন্তু তাঁরাও দরজা খুলতে ব্যর্থ হন।

ওয়াশরুমের মেঝেতে পড়ে লেখক সুজন দাশগুপ্তর দেহ, একেনবাবু-র স্রষ্টার মৃত্যু নিয়ে দানা বাঁধছে রহস্য

Sujan Dasgupta: ওয়াশরুমের মেঝেতে পড়ে লেখক সুজন দাশগুপ্তর দেহ, একেনবাবু-র স্রষ্টার মৃত্যু নিয়ে দানা বাঁধছে রহস্য

এর পরেই সুজনের শ্যালক ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেন। ফ্ল্যাটে ঢুকে লেখকের দেহ উদ্ধার করা হয়। নিজের শোওয়ার ঘরের ওয়াশরুমের মেঝেতে পড়ে থাকতে দেখা যায় প্রয়াত লেখককে। পুলিশ সূত্রে খবর, তাঁর দেহে আঘাতের কোনও চিহ্ন নেই। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে তা পোস্টমর্টেমে পাঠানো হয়েছে।