Rishabh Panth: সুস্থ হতে কতদিন সময় লাগবে? পন্থকে নিয়ে এল বড় আপডেট

সুস্থ হতে কতদিন সময় লাগবে? পন্থকে নিয়ে এল বড় আপডেট
Panth brought a major update

নজরবন্দি ব্যুরোঃ গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি ধাক্কা মারে হাইয়ের ডিভাইডারে। কোনওক্রমে প্রাণ বাঁচে ভারতীয় উইকেটকিপার পন্থ। প্রথমে দেরাদুনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে উড়িয়ে আনা হয় মুম্বইয়ে।

আরও পড়ুনঃ ভোট কারচুপির সম্ভাবনা থাকবে, রিমোট ভোটিং নিয়ে এবার কমিশনকে চিঠি অভিষেকের

বর্তমানে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি পন্থ। সবার প্রশ্ন কবে ছাড়া পাবেন তিনি? এক প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সপ্তাহ দু’য়েকের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন ঋষভ। এখন আগের থেকে অনেকটাই সুস্থ তিনি। গতকাল দুর্ঘটনার পর প্রথম বার টুইট করেন পন্থ।

সুস্থ হতে কতদিন সময় লাগবে? পন্থকে নিয়ে এল বড় আপডেট
সুস্থ হতে কতদিন সময় লাগবে? পন্থকে নিয়ে এল বড় আপডেট

তিনি টুইটে নিজের স্বাস্থ্যের আপডেট দিয়েছেন। একইসঙ্গে বিপদের দিনে পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ জানিয়েছেন বিসিসিআই ও জয় শাহকে। তাঁর আরোগ্য কামনায় রত অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। প্রসঙ্গত, গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ ড. দীনেশ পর্দীওয়ালা ও তাঁর টিম সার্জারি করেন।

সুস্থ হতে কতদিন সময় লাগবে? পন্থকে নিয়ে এল বড় আপডেট

যিনি অতীতে বহু ক্রিকেটারের সফল অস্ত্রোপচার করেছেন। তবে হাসপাতাল সুত্রে পন্থের চিকিৎসা নিয়ে কোন বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে তার মাঠে ফেরা নিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, ফেব্রুয়ারি-মার্চে গুরুত্বপূর্ণ বর্ডার-গাভাসকর ট্রফির আগে তাঁর সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

সুস্থ হতে কতদিন সময় লাগবে? পন্থকে নিয়ে এল বড় আপডেট

Rishabh Panth: সুস্থ হতে কতদিন সময় লাগবে? পন্থকে নিয়ে এল বড় আপডেট

ওই টুর্নামেন্টেও পন্থের খেলার সম্ভাবনা নেই। আইপিএলেও উইকেটকিপার ব্যাটারকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সাধারণত লিগামেন্টে চোটের অস্ত্রোপচার থেকে সেরে উঠতে ছয়মাস সময় লাগে। ঋষভের ক্ষেত্রেও একই সময় লাগবে বলে অনুমান।