নরেন্দ্র মোদী নাকি অভিষেকের মামা ! কাঁথি থেকে কটাক্ষ মীনাক্ষী
Meenakshi Mukherjee attack abhishek banerjee

নজরবন্দি ব্যুরো: পূর্ব মেদিনীপুর কাঁথি থানা সংলগ্ন এলাকায় সভা করতে এসে বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে তোপ দাগলেন। যদিও এই প্রসঙ্গে এখনো পর্যন্ত শাসকদলের কোনরকম প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন: উনি সবসময় সুস্থ থাকেন না, তর্পণ কাণ্ড নিয়ে মদনকে কটাক্ষ দিলীপের

বামনেত্রী গতকাল বলেন, ‘অভিষেকের মামা হলেন নরেন্দ্র মোদী। কয়লা কেলেঙ্কারি থেকে ওর নাম তুলে দেবেন প্রধানমন্ত্রী’। তাঁর আক্রমণের কেন্দ্রবিন্দুতে একদিকে যেমন ছিল তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক, আবার অপরদিকে কেন্দ্র সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তিনি একের পর এক ক্ষোভ উগড়ে দেন।

নরেন্দ্র মোদী নাকি অভিষেকের মামা ! কাঁথি কটাক্ষ মীনাক্ষী
নরেন্দ্র মোদী নাকি অভিষেকের মামা ! কাঁথি  থেকে কটাক্ষ মীনাক্ষী
মীনাক্ষী ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, সিপিএম জেলা কমিটির সদস্য পরিতোষ পট্টনায়ক-সহ বাম নেতৃত্বরা। শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে মীনাক্ষী মুখোপাধ্যায়  বলেন, “যাহা তৃণমূল তাহাই বিজেপি ! সেদিনের যে তৃণমূল আজ সে বিজেপি ! গলায় গামছা দিয়ে সুদে-আসলে আসলে টাকা বের করে নিয়ে আসব।”

নরেন্দ্র মোদী নাকি অভিষেকের মামা ! কাঁথি থেকে কটাক্ষ মীনাক্ষী

Minakshi Mukherjee: নরেন্দ্র মোদী নাকি অভিষেকের মামা ! কাঁথি থেকে কটাক্ষ মীনাক্ষী

নেত্রীর এই বক্তব্য শুনে উজ্জীবিত হন সভাতে আসা হাজার হাজার সিপিএম কর্মী সমর্থকরা। বামনেত্রী এই বক্তব্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। মীনাক্ষী শুভেন্দুর সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলে আরও বলেন ” বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারী!  সম্পত্তির কোনও হিসাব নেই!  কতগুলো ট্রলার, কয়টি পেট্রোল পাম্প, এত সম্পত্তি হলো কি করে?  হাজার হাজার বাম সমর্থকদের কচুকাটা করেছে!  কত মহিলাকে ধর্ষণ করেছে? টাকার বিনিময় চাকরি বিক্রি করেছে। বিগত দিনে তৃণমূল ও বিজেপি নেতার কাছে টাকা না দিলে চাকরি হবে না!”