নজরবন্দি ব্যুরো: ফের প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠী কোন্দল। এবার তৃণমূল সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বললেন, “সৌগত রায়ের জন্যই শুভেন্দু অধিকারি বিজেপিতে চলে গেছে।” আর মদন মিত্রের এহেন মন্তব্যে নতুন করে রাজ্য-রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে।
আরও পড়ুন: CBI আর কেন্দ্রীয় সরকার এক নয়, শীর্ষ আদালতে রাজ্যকে জানাল কেন্দ্র
প্রসঙ্গত, এর আগে কামারহাটি পুরসভার কাজকর্ম নিয়ে চেয়ারম্যান গোপাল সাহাকে ধমক দিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। পুরসভাতে ঠিক মত কাজ হচ্ছে না বলেই অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ। এপ্রসঙ্গে সৌগত রায় বলেছেন, “কামারহাটি পুরসভায় ঠিক মতো কাজ হচ্ছে না। মানুষ পরিষেবা পাচ্ছে না।”

এরপরেই সাংসদের এহেন বক্তব্যের প্রসঙ্গে তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, “শুভেন্দু অধিকারির তৃণমূল ছেরে বিজেপিতে যোগদান করার মামলায় সৌগত রায়ের অবদান সব থেকে বেশি। উনি মধ্যস্থতা করেছেন, দলবিরোধী কাজ করেছেন। আর তৃণমূল কংগ্রেস যদি কোনও কমিশন বসায় তাহলে আমি মুখোমুখি হতে রাজি।” তবে লোকসভা ভোটের আগে এই মদনের এই মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
‘সৌগত রায়ের জন্যই শুভেন্দু বিজেপিতে চলে গেছে’, বেফাঁস মন্তব্য তৃণমূল বিধায়কের
এখানেই শেষ নয়, মদন মিত্র ক্ষোভ উগড়ে আরও বলেন, “সৌগত রায় তৃণমূলকর্মীদের অপমান করেন। আমি এটা কোনও ভাবেই মেনে নেব না। আর কামারহাটি বিধানসভায় যখন ওনাকে বেশি লিড দেওয়া হয়েছিল তখন থেকেই তৃণমূল কর্মীদের মনে চিড় ধরা শুরু হয়েছিল। উনি কি কামারহাটি বিধানসভার মানুষদের পরিষেবা দিয়েছেন? না! আসলে উনি এখন স্বচ্ছ হওয়া চেষ্টা করছেন। আর বাকি তৃণমূল কর্মীদের অস্বচ্ছ বোঝানোর চেষ্টা করছেন।”