Kuntal Ghosh-এর চিঠি মামলার জের, প্রেসিডেন্সি জেলের সুপারকে CBI তলব

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের চিঠির জেরে এবার প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই নিজাম প্যালসে হাজিরা দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদে পর তাঁর বয়ান রেকর্ড বয়ান করা হবে বলে খবর সূত্র মারফত। কুন্তল ঘোষ চিঠি লেখার আগে সুপারের কাছ থেকে কী বলে অনুমতি চেয়েছিলেন? কার হাত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন, একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে জেল সুপারকে তলব করা হয়েছে।

আরও পড়ুন: অপচয় করার মত সময় নেই, ED তলব নিয়ে কড়া প্রতিক্রিয়া অভিষেকের

প্রেসিডেন্সি জেল সুপার দেবাশীষ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। কুন্তল ঘোষের চিঠি মামলা সংক্রান্ত একাধিক তথ্য জানতে চায় তদন্তকারী আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পর বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দী রয়েছেন কুন্তল ঘোষ। তাঁর অভিযোগ ছিল, তদন্তকারী সংস্থার আধিকারিকরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে। অভিযোগ জানিয়ে নিম্ন আদালত এবং হেস্টিংস থানায় চিঠি দিয়েছিলেন তিনি।

Kuntal Ghosh-এর চিঠি মামলার জের, প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব

কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ইডি-সিবিআই প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশে এই সংক্রান্ত মামলার শুনানি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে থেকে সরিয়ে নেওয়া হয়। কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে অভিষেককে তলব করেছিল সিবিআই। গত মাসে তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়। নবজোয়ার কর্মসূচি থামিয়ে সিবিআই দফতরে যান অভিষেক। দীর্ঘ ১২ ঘণ্টার জিজ্ঞাসাবাদ করা হয়।

Kuntal Ghosh-এর চিঠি মামলার জের, প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব
Kuntal Ghosh-এর চিঠি মামলার জের, প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর পর অভিষেককে ইডি তলব করেছে। আগামী ১৩ জুন তাঁকে সিজিও কমপ্লক্সে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি হাজিরা দিতে পারবেন না। আগামী ৮ জুলাই রাজ্যে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচন। ভোট শেষ হয়ে গেলে যেকোনওদিন হাজিরা দেবেন বলেও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Kuntal Ghosh-এর চিঠি মামলার জের, প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব

Kuntal Ghosh-এর চিঠি মামলার জের, প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব
Kuntal Ghosh-এর চিঠি মামলার জের, প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব