ধোনির অবসর নিয়ে এবার মুখ খুললেন কপিল! কী বললেন প্রাক্তন অধিনায়ক
Kapil opened up about Dhoni's retirement!

নজরবন্দি ব্যুরো: অনেকদিন আগেই দেশের হয়ে ক্রিকেট ছড়েছেন মাহি। এখন শুধু খেলেন আইপিএল। আর এই টুর্নামেন্টের জন্মলগ্ন থেকেই তিনি সিএসকে-র হয়ে খেলছেন, মাঝে ২ বছর সিএসকে ব্যান থাকায় অন্য দলের হয়ে খেলেছিলেন। এক কোথায় তিনি চেন্নাইয়ের ঘরের ছেলে।

আরও পড়ুন: রিজার্ভ ডে-তে ফাইনাল, বৃষ্টিতে খেলা না হলে কে হবে এবারের চ্যাম্পিয়ন?

তবে এই বছর আইপিএল শুরু হবার পর মাহির অবসর নিয়ে আলোচনা তুঙ্গে। সবার একটাই প্রশ্ন এই আইপিএল ই কী ধোনির শেষ আইপিএল? প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা নিজেদের মতামৎ দিয়েছেন নিজেদের মতো করে। কিন্তু অবসরের ব্যাপারে এখনও কোন স্পষ্ট ইঙ্গিত দেননি ক্যাপ্টেন কুল।

Kapil Dev: ধোনির অবসর নিয়ে এবার মুখ খুললেন কপিল! কী বললেন প্রাক্তন অধিনায়ক

আজ আইপিএল এর ফাইনালে খেলতে নামছেন ধোনির সিএসকে। আর তার আগে মাহিকে নিয়ে মুখ খুললেন কপিল দেব। এক সাক্ষাৎকারে ধোনির অবসর নিয়ে বলতে গিয়ে কপিল বলেন, ‘এমএস ধোনি ১৫ বছর ধরে আইপিএল খেলছেন। কেন আমরা শুধু ধোনির কথা বলছি? তিনি তাঁর কাজ করেছেন। আমরা তাঁর কাছে আর কি চাই। আমরা কি চাই সে সারাজীবন খেলুক, এটা হবে না। পরিবর্তে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত যে তিনি ১৫ বছর ধরে খেলেছেন।’

Kapil Dev: ধোনির অবসর নিয়ে এবার মুখ খুললেন কপিল! কী বললেন প্রাক্তন অধিনায়ক
ধোনির অবসর নিয়ে এবার মুখ খুললেন কপিল! কী বললেন প্রাক্তন অধিনায়ক

তিনি আরও বলেন, ‘ এমএস ধোনি আইপিএলের পরের মরশুমে খেলুক বা না খেলুক, মাহি আইপিএল ছাড়ার আগে এখনও পর্যন্ত চিত্তাকর্ষক কাজ করেছেন। ধোনি হয়তো বড় রান করতে পারেননি, কিন্তু দলকে ফাইনালে নিয়ে গিয়েছেন।

ধোনির অবসর নিয়ে এবার মুখ খুললেন কপিল! কী বললেন প্রাক্তন অধিনায়ক

Kapil Dev: ধোনির অবসর নিয়ে এবার মুখ খুললেন কপিল! কী বললেন প্রাক্তন অধিনায়ক

এতেই বোঝা যায় ক্রিকেট খেলায় অধিনায়কের গুরুত্ব কতটা। ধোনির নেতৃত্বের অভাবেই আইপিএল ২০২২-এ চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স খুব খারাপ ছিল এবং দলটি নবম স্থানে ছিল’। উল্লেখ্য, চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত চারবার আইপিএল ট্রফি জিতেছে ধোনির নেতৃত্বে।