নজরবন্দি ব্যুরোঃ বিকেল ৫ টায় সংসদ ভবনে শেষ হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান পর্ব। প্রতিপক্ষ মার্গারেট আলভাকে পিছনে ফেলে জয়লাভ করলেন জগদীপ ধনকড়। বিজেপির সমস্ত সংসদের সমর্থনে অনায়াসে সংখ্যাগরিষ্ঠতা পার করলেন ধনকড়।
আরও পড়ুনঃ BJP: পুলিশের মারে যুবকের মৃত্যু, থানার সামনে বিক্ষোভে বিজেপি
এদিন মোট ৭২৫ জন আংসদ উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে তৃণমূল ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে ভোট দেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। জগদীপ ধনকড়ের এই জয় একপ্রকার নিশ্চিত ছিল।

উপরাষ্ট্রপতি পদে জয়ের জন্য প্রয়োজন হয় ৩৭২ ভোট। এবার জগদীপ ধনকড়ের প্রাপ্ত ভোটের সংখ্যা সহ্যজেই ম্যাজিক ফিগার পার করেছে। যা ৭০ শতাংশ বলে মনে করা হচ্ছে। এনডির ৪৪১ জন সাংসদের পাশাপাশি ৫ জন মনোনীতম সাংসদরাও নির্বাচনে অংশগ্রহণ করেন।
বিজেপি ছাড়াও জগদীপ ধনকড়কে সমর্থনে এগিয়ে আসে বিজু জনতা দল, ওয়াই এস আর কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি, তেলেগু এশম পার্টি, আকালি দল এবং শিবসেনার একনাথ শিন্ডের ভাগ।
অনায়াসে সংখ্যাগরিষ্ঠতা পার, জয়ী ধনকড়

এদিন বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাচ। তাঁকে সমর্থনে এগিয়ে এসেছে কংগ্রেস, ডিএমকে, আরজেডি, এনসিপি, সমাজবাদী পার্টি, বামেরাও এগিয়ে এসেছে সমর্থনে।সমর্থনে এগিয়ে এসেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, আম আদমি পার্টি শিবসেনার তরফে উদ্ধব ঠাকরে সমর্থকরা সমর্থন করেছে মার্গারেট আলভাকে।