নজরবন্দি ব্যুরো: ৯০ তম ভারতীয় বায়ুসেনা দিবসে এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী ঘোষণা করেন আগামী বছর থেকে মহিলা অগ্নিবীরদের অন্তর্ভুক্ত করা হবে ভারতীয় বিমান বাহিনীতে। চণ্ডীগড়ের এয়ারফোর্স স্টেশন এই সমারোহ অনুষ্ঠিত হয়েছিল। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাশাপাশি এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন অন্য দুই বাহিনীর প্রধান-সহ একাধিক সেনা আধিকারিকরা।
এই অনুষ্ঠানে প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী অতীতের কথা স্মরণ করে বলেন, “আমাদের পূর্বসরীদের কঠোর পরিশ্রম, দূরদৃষ্টি ও অক্লান্ত পরিশ্রমের ফলে আজ এই জায়গায় পৌঁছতে পেরেছি আমরা। আজ আমাদের সেই সমস্ত পূর্বসূরীদের কথা অত্যন্ত সম্মানের সঙ্গে স্মরণ করতে হবে যাঁরা এই মহান বাহিনীকে তৈরি করেছিলেন। এখন আমাদের কর্তব্য হল সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করে ভারতীয় বায়ুসেনাকে গৌরবময় ১০০ বছরে পদার্পণ করানো।”

ভারতীয় বায়ুসেনায় এবার মহিলা অগ্নিবীরদের যোগদান, ঘোষণা বায়ুসেনা প্রধানের
তিনি মহিলা অগ্নিবীরদের প্রসঙ্গে বলেন,‘বায়ুসেনায় অগ্নিবীরের মাধ্যমে যোদ্ধা নিয়োগের বিষয়টি বেশ চ্যালেঞ্জের। তবে ভারতের সম্ভাবনা বোঝার জন্য এটা একটা বড় সুযোগ।’ এবং প্রতিটি ব্যাচ থেকে সামরিক বাহিনীর ‘রেগুলার ক্যাডারে’ সর্বাধিক ২৫ শতাংশ ‘অগ্নিবীর’-কে অন্তর্ভুক্ত করা হবে। এদিকে বাকি ৭৫ শতাংশ অগ্নিবীরকে চারবছর পর ‘সেবা নিধি প্যাকেজ’-র আওতায় করমুক্ত ১১.৭১ লাখ টাকা দেওয়া হবে এবং চলতি বছরের ডিসেম্বরে প্রশিক্ষণের মাধ্যমে ৩,০০০ অগ্নিবীরকে বায়ুসেনায় নিয়োগ করা হবে।