রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ইন্ডিয়া জোটের, টুইট রাহুল, কেজরিওয়াল, অভিষেকের

নজরবন্দি ব্যুরো: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আজ। দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাচ্ছেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এই দিনে মোদীকে শুভেচ্ছাবার্তা দিতে ভোলেননি বিরোধীরা। যারা আগামী লোকসভা নির্বাচনে বিজেপি সরকার ও নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করতে একজোট হয়ে ‘ইন্ডিয়া’ গঠন করেছে, সেই জোটের একাধিক নেতা টুইটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনায় অসহযোগিতার অভিযোগ, কেন্দ্রের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

আজ, ১৭ সেপ্টেম্বর ৭৩ বছরে পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী। ১৯৫০ সালে আজকের দিনেই গুজরাটে জন্মগ্রহণ করেন তিনি। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। এরপর ২০১৯ সালের লোকসভাতেও ক্ষমতা ধরে রাখে। এবার নজরে ২০২৪। বিজেপি সরকারের বিরুদ্ধে হাতে হাত মিলিয়েছে বহু বিরোধী দল। তালিকায় রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, জনতা দল (ইউনাইটেড)-এর মত আরও অনেক দলগুলি।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা 'ভুলে' মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ইন্ডিয়া জোটের, টুইট রাহুল, কেজরিওয়াল, অভিষেকের

 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি প্রধান শরদ পাওয়ার, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একজোট হয়েছেন। নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া’ (Indian National Developmental Inclusive Alliance)। পাটনা, কর্ণাটক, মুম্বইতে তিনটি বৈঠক হয়েছে।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা 'ভুলে' মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ইন্ডিয়া জোটের, টুইট রাহুল, কেজরিওয়াল, অভিষেকের

এদিন মোদীর জন্মদিনে রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, নীতীশ কুমার, শরদ পাওয়ার, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল সহ বিরোধী দলের নেতারা টুইটে শুভেচ্ছা জানিয়েছেন।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ‘ভুলে’ মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ইন্ডিয়া জোটের, টুইট রাহুল, কেজরিওয়াল, অভিষেকের

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা 'ভুলে' মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ইন্ডিয়া জোটের, টুইট রাহুল, কেজরিওয়াল, অভিষেকের