নজরবন্দি ব্যুরো: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আজ। দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাচ্ছেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এই দিনে মোদীকে শুভেচ্ছাবার্তা দিতে ভোলেননি বিরোধীরা। যারা আগামী লোকসভা নির্বাচনে বিজেপি সরকার ও নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করতে একজোট হয়ে ‘ইন্ডিয়া’ গঠন করেছে, সেই জোটের একাধিক নেতা টুইটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।
আজ, ১৭ সেপ্টেম্বর ৭৩ বছরে পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী। ১৯৫০ সালে আজকের দিনেই গুজরাটে জন্মগ্রহণ করেন তিনি। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। এরপর ২০১৯ সালের লোকসভাতেও ক্ষমতা ধরে রাখে। এবার নজরে ২০২৪। বিজেপি সরকারের বিরুদ্ধে হাতে হাত মিলিয়েছে বহু বিরোধী দল। তালিকায় রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, জনতা দল (ইউনাইটেড)-এর মত আরও অনেক দলগুলি।
Birthday greetings to Hon’ble PM Shri @narendramodi ji. I pray for your good health and long life.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) September 17, 2023
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি প্রধান শরদ পাওয়ার, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একজোট হয়েছেন। নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া’ (Indian National Developmental Inclusive Alliance)। পাটনা, কর্ণাটক, মুম্বইতে তিনটি বৈঠক হয়েছে।
Warmest birthday greetings to the Hon’ble PM @narendramodi Ji.
— Abhishek Banerjee (@abhishekaitc) September 17, 2023
माननीय प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी को जन्मदिन की हार्दिक बधाई एवं शुभकामनाएं। उनके स्वस्थ एवं दीर्घायु जीवन की कामना है।@narendramodi
— Nitish Kumar (@NitishKumar) September 17, 2023
এদিন মোদীর জন্মদিনে রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, নীতীশ কুমার, শরদ পাওয়ার, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল সহ বিরোধী দলের নেতারা টুইটে শুভেচ্ছা জানিয়েছেন।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ‘ভুলে’ মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ইন্ডিয়া জোটের, টুইট রাহুল, কেজরিওয়াল, অভিষেকের
Wishing PM Narendra Modi a happy birthday.
— Rahul Gandhi (@RahulGandhi) September 17, 2023