প্রধানমন্ত্রী আবাস যোজনায় অসহযোগিতার অভিযোগ, কেন্দ্রের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

নজরবন্দি ব্যুরো: প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছে। এবার এই অভিযোগেই কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। ইতিমধ্যেই আবেদন মঞ্জুর করেছে আদালত। আগামী ৯ অক্টোবরের মধ্যে কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের।

আরও পড়ুন: গণেশ পুজো পর্যন্ত রাজ্যে একটানা বৃষ্টির পূর্বাভাস, রবিবার কেমন থাকবে আবহাওয়া?

বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। এবার কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করা হল। অভিযোগ, ২০২৩-২৪ অর্থবর্ষে ২.৩৪ কোটি পাকা বাড়ি নির্মাণ করার কথা। কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে না। কেন্দ্র অন্য রাজ্যের ক্ষেত্রে এই প্রকল্পে টাকা দিলেও এই রাজ্যে টাকা দেয় না। ২০১৬ সালের এই প্রকল্পে কেন্দ্রের ৬০ শতাংশ আর্থিক সাহায্য ও রাজ্যের ৪০ শতাংশ আর্থিক সাহায্য থাকার কথা। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য কাঁচা বাড়ি পাকা বাড়িতে রূপান্তরের জন্য এই আবাস যোজনা। কিন্তু কেন্দ্র দীর্ঘদিন ধরেই এ রাজ্যে এই যোজনায় তাদের ভাগের টাকা দেওয়া বন্ধ রেখেছে।

 প্রধানমন্ত্রী আবাস যোজনায় অসহযোগিতার অভিযোগ, কেন্দ্রের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

অভিযোগ জানিয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতের কাছে কেন্দ্রকে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে আবেদন করেছেন। সেই আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। আগামী ৯ অক্টোবরের মধ্যে কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের।

 প্রধানমন্ত্রী আবাস যোজনায় অসহযোগিতার অভিযোগ, কেন্দ্রের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) ছাড়াও কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্য। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন্দ্রীয় প্রকল্পের বিরোধিতায় ধর্নায় বসেছিলেন। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের বকেয়া টাকা আনতে আগামী ২ অক্টোবর ‘দিল্লি চলো’ ডাক দিয়েছেন। এরইমধ্যে কেন্দ্রের বিরুদ্ধে আদালতে দায়ের জনস্বার্থ মামলা।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় অসহযোগিতার অভিযোগ, কেন্দ্রের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

 প্রধানমন্ত্রী আবাস যোজনায় অসহযোগিতার অভিযোগ, কেন্দ্রের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
প্রধানমন্ত্রী আবাস যোজনায় অসহযোগিতার অভিযোগ, কেন্দ্রের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা