নজরবন্দি ব্যুরোঃ একের পর এক ক্রিকেটার চোট পাচ্ছেন। চিন্তিত ক্রিকেট বোর্ড। এ অবস্থায় আইপিএলের দলগুলিকে নির্দেশিকা পাঠিয়ে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সম্পর্কে সতর্ক করে দিল জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)। তবে ক্রিকেটারদের খেলানো যাবে না, এমন নির্দেশিকা দেয়নি এনসিএ।
আরও পড়ুনঃ আইপিএলের ষোড়শ সংস্করণের আকর্ষণীয় বিষয়, দেখুন এক নজরে
এনসিএ-র নির্দেশিকা পাওয়ার পর দিল্লি ক্যাপিটালসের সিইও ধীরজ মলহোত্র জানিয়েছেন, ভারতীয় দলের যে সব ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজির গুলির সঙ্গে যুক্ত, সেই সব দলকে সংশ্লিষ্ট ক্রিকেটারের ওয়ার্কলোড সম্পর্কে ওয়াকিবহাল করা হয়েছে। তবে ম্যাচে খেলানোর ব্যাপারে কিছু বলা হয়নি।

সেই সঙ্গে ধীরজ বলেছেন, “আমাদের দলে অক্ষর, কুলদীপ এবং পৃথ্বী শ রয়েছে। ওরা সাম্প্রতিক সময়ে কতটা ক্রিকেট খেলেছে এবং ওয়ার্কলোড কেমন, সেটা আমাদের জানানো হয়েছে। কিন্তু বোর্ডের তরফে আমাদের থেকে কী চাওয়া হচ্ছে এবং আগামী দিনে ক্রিকেটারদের উপর কতটা ওয়ার্কলোড দেওয়া যাবে, সেটা পরিষ্কার করে জানানো যায়নি।
সূত্রের খবর, চোট নিয়ে ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন এমন ক্রিকেটার বাদে বাকিদের নিয়ে বোর্ডের তরফে কোনও নির্দেশিকাই দেওয়া হবে না। ধীরজের পরিস্কার কথা, “দেখুন, যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে মহম্মদ শামিই বিশ্বকাপে ভারতের জোরে বোলিংকে নেতৃত্ব দেবে।
যদি গুজরাত আবার ফাইনালে ওঠে, তা হলে সর্বোচ্চ ৬৪ ওভার বল করতে পারে (১৬টি ম্যাচ ধরে)। যদি এনসিএ বলেও দেয় যে, শামিকে ৪০ ওভারের বেশি বল করানো যাবে না। তবু কোথায় নিশ্চয়তা রয়েছে যে সেই ৪০ ওভারে ওর কোনও চোট লাগবে না। লিখিত প্রতিশ্রুতি কেউ দিতে পারবে কি?”
আইপিএলে কটা ম্যাচ খেলতে পারবেন রোহিত কোহেলিরা? নির্দেশ পাঠাল বোর্ড
ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, “এসব কিছু ফ্র্যাঞ্চাইজ়ির উপরেই নির্ভর করছে। কারন ওরাই তো এখন ক্রিকেটারদের মালিক। আমরা দল গুলিকে বার্তা পাঠিয়েছি ঠিকই। কিন্ত সবচেয়ে বড় কথা, ক্রিকেটারদের উপরেই এটা নির্ভর করছে। কারণ প্রত্যেক খেলোয়াড়ই প্রাপ্তবয়স্ক। তাদেরই নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। কিন্তু তা কি হবে। এই নিয়ে আমার সন্দেহ যথেষ্ট রয়েছে।”