নজরবন্দি ব্যুরো: মালদহে বাজির কারখানায় এখনও অগ্নিদগ্ধ। সাত ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে অক্ষম দমকল বাহিনী। মালদহের ইংরেজ বাজার এলাকায় বাজির কারখানায় একটি ছোটো গলির ভেতরে হওয়ায় গলিতে ঢুকছে না দমকলের গাড়ি। তাই বালি চাপা দিয়েই আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনী।
আরও পড়ুন: Dilip ghosh: নতুন মুরগির খোঁজ চলছে! মমতা-কেজরিওয়াল বৈঠক নিয়ে বিস্ফোরক দিলীপ
মালদহে বাজির কারখানায় এখনও জ্বলছে আগুন, বালি চাপা দিয়ে আগুন নেভানোর চেষ্টা
প্রসঙ্গত মঙ্গলবার বজবজের পর মালদহে বাজির কারখানায় বিস্ফোরণ ঘটে। সকাল পৌনে ৭ টার দিকে মালদহের ইংরেজবাজারে নেতাজি পুরবাজার এলাকা সংলগ্ন একটি এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এলাকার বেশ কিছু দোকানেও আগুন ছড়িয়ে পরেছে। দীর্ঘদিন ধরেই চলছিল বাজি তৈরির কাজ।

সুত্রের খবর, একজন ভ্যান চালক বাজির কারখানা থেকে কার্বাইড সরিয়ে নিয়ে যাচ্ছিল। সেই সময় হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। যার জেরে ঘটনাস্থল জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। ইতিমধ্যে অগ্নিদগ্ধ হয়ে সেই বাজি কারখানার দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছে আরও তিনজন। আহতদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, বাজির কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। সর্বপ্রথম ঘটনাস্থলে পাঁচটি দমকল ইঞ্জিন পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও দুটি ইঞ্জিন পাঠানো হয়। কারখানাটি ছোটো গলির ভেতর হওয়ায় কোনও বড় দমকল ইঞ্জিন এখানে ঢোকানো সম্ভব হয়নি। তাই ছোটো দমকল ইঞ্জিন ঢুকিয়ে বালি চাপা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনী।