নজরবন্দি ব্যুরো: ফের কাছাকাছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার নবান্নে বৈঠক করবেন দুই মুখ্যমন্ত্রী। গোয়ার নির্বাচন পর্বে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং আপ সুপ্রিমোর সম্পর্কের দূরত্ব মিটতে চলেছে? আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট মজবুত করার লক্ষ্যেই এই সাক্ষাৎ! এদিনের বৈঠকের ঘিরে ঘুরছে নানা জল্পনা।
আরও পড়ুন: Droupadi Murmu: নতুন সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাত্য রাষ্ট্রপতি! বয়কটের ডাক বিরোধীদের
আর এবার এই জল্পনার মাঝেই দুই মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার দিলীপবাবু রীতিমত খোঁচা দিয়ে বলেন, “নতুন মুরগির খোঁজ চলছে! আর এই নতুন মুরগির খোঁজ করতেই এই বৈঠক। গতবারও এক ঘটনা ঘটেছিল। এই বারেও তাই হচ্ছে। এরা বিজেপিকে ভয় পায়।”

দিলীপ ঘোষ আরও বলেন, “মোদীজীর সামনে কে যাবেন? কেউ যেতে সাহস পাচ্ছেন না। তাই একটা মুরগি খোঁজা শুরু করেছে। গতবার মমতা লাফালাফি করে সবাইকে মাছ ভাত খাইয়েছিলেন। আর তারপর তো ওনার ১২টা সিট কমে গেছিল। তাই উনি এবার রাজি হচ্ছেন না। উনি জেনে গিয়েছে মোদীর সামনে গেলে হাওয়া খারাপ হয়ে যাবে! তাই উনি এগাচ্ছেন না। আর অদিকে ওনাকে রাজি করাতে একেক সময়ে একেক জন কলকাতায় আসছে।”
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরের মধ্যেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখান থেকে সরাসরি নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন। তৃণমূলের অন্দরমহল সূত্রে খবর, ‘রাজ্য সচিবালয়ে দুজনের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা হবে। লোকসভা নির্বাচনের সম্ভাব্য কৌশল নিয়েও আলোচনা চলতে পারে।’ ইতিমধ্যেই কেজরিওয়াল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছেন।