নজরবন্দি ব্যুরো: চলতি মাসেই নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিন যতই এগিয়ে আসছে বিতর্ক ততই বাড়ছে। সংসদ ভবনের উদ্বোধনে নাকি সর্বোচ্চ সাংবিধানিক পদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি। এরপরই সরব হয়েছে বিরোধীরা। এমনকি অনুষ্ঠান বয়কট করার পরিকল্পনাও নিয়েছে বিরোধীরা।
আরও পড়ুন: “আপনি ভীষণ জনপ্রিয়, আমি আপনার একটা অটোগ্রাফ চাই”, মোদীর কাছে আবদার জুড়লেন বাইডেন
আগামী ২৮ মে সাভারকারের জন্মতিথিতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী ২৬ মে মোদী সরকারের ৯ বছর পূরণ হচ্ছে। প্রথম দিকে জল্পনা চলছিল ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে নতুন সংসদ ভবনের উদ্বোধন ২৬ তারিখেই হবে। নরেন্দ্র মোদী সংসদ ভবনের উদ্বোধন করবেন- এনিয়ে একাধিক প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাদের কথায়, পদমর্যাদা অনুযায়ী নব সংসদ ভবনের উদ্বোধন করার অধিকারী রাষ্ট্রপতি, তবে প্রধানমন্ত্রী কেন? কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলিও একই প্রশ্ন তুলেছেন।
নতুন সংসদ ভবনের উদ্বোধন ঘিরে বিতর্ক জখন দানা বাঁধছে সেইসময়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে টুইটে দাবি করেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। এরপর একের পর এক টুইটে মোদী সরকারকে বিঁধেছেন তিনি। এই প্রসঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও আমন্ত্রণ না জানানোর বিষয়টি তুলে ধরেছেন তিনি। বিরোধীদের বক্তব্য, প্রধানমন্ত্রী নিজেই প্রচারের আলো শুষে নিতে চাইছেন। সেই কারণেই রাষ্ট্রপতিকে অনুষ্ঠান থেকে ব্রাত্য রাখা হয়েছে।

২০২০ সালের ডিসেম্বর মাসে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদী। এই সংসদ ভবনের নির্মাণে প্রায় প্রায় ৯৭০ কোটি টাকা খরচ হয়েছে। ১২২৪ আসন বিশিষ্ট সংসদ ভবন। এরমধ্যে লোকসভায় রয়েছে ৮৮৮ টি আসন এবং রাজ্যসভায় রয়েছে ৩৮৪ টি আসন। লোকসভার থিম ভারতের জাতীয় পাখি ময়ূর এবং রাজ্যসভার অন্দরসজ্জা পদ্ম থিম।
নতুন সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাত্য রাষ্ট্রপতি! মোদী সরকারকে বিঁধে টুইট খাড়গের
