The Kerala Story: মমতার নির্দেশে স্থগিতাদেশ! বাংলায় চলবে বাঙালি পরিচালকের ছবি ‘দ্য কেরালা স্টোরি’

মমতার নির্দেশে স্থগিতাদেশ, বাংলায় চলবে বাঙালি পরিচালকের ছবি দ্য কেরালা স্টোরি
Bengali director's film 'The Kerala Story' to run in Bengal

নজরবন্দি ব্যুরো: একটা ছবি, আর শুরু থেকেই তার থেকে জন্ম নিয়েছে হাজারটা বিতর্ক! তারকাবিহীন, স্বল্প বাজেটের এই ছবির থেকেই সকলেই অনেকটা আশা বেঁধেছিল। কিন্তু এরপর ট্রেলার লঞ্চ হওয়ার পর শুরু হয় বিতর্ক! আর সেই বিতর্কের জেরে এখন সারাদেশে এই মুহূর্তে চর্চায় রয়েছে সুদীপ্ত সেনের পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। শুধু চর্চায় নয়, একাধিক রাজ্যে এই ছবি নিষিদ্ধ করা হয়েছিল। সেই তালিকায় ছিল বাংলাও।

আরও পড়ুন: TRP List Bengali Mega: স্লট হারাল মিঠাই, গৌরী এলো, টিআরপি টপার জগদ্ধাত্রী না অনুরাগের ছোঁয়া?

কিন্তু কেন নিষিদ্ধ করা হল তা নিয়ে একাধিক মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। এবার সেইসব সংক্রান্ত মামলায় রায়দান করল সুপ্রিম কোর্ট। বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশের ওপরেই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এর অর্থ, এবার থেকে বাংলায় চলতে পারবে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’। সব মিলিয়ে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার।

মমতার নির্দেশে স্থগিতাদেশ, বাংলায় চলতে পারবে দ্য কেরালা স্টোরি
মমতার নির্দেশে স্থগিতাদেশ, বাংলায় চলতে পারবে দ্য কেরালা স্টোরি

প্রসঙ্গত, শুরু থেকেই নানান বিতর্ক হয়ে আসছে এই ছবিটি নিয়ে। আর যত সময় যাচ্ছে আরও চর্চায় আসছে এই ছবি। একদিকে, যেমন বাঙালি পরিচালকের ছবিই বাংলায় নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে অশান্তি না ছড়ায় সেই কারণে বাংলাতেও ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে।

মমতার নির্দেশে স্থগিতাদেশ, বাংলায় চলতে পারবে দ্য কেরালা স্টোরি

অন্যদিকে, যোগীরাজ্যেই এই ছবিটিকে করমুক্ত করা হয়েছে। মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশও সেই পথেই হেঁটেছে। এবার এপ্রসঙ্গে একাধিকবার মুখও খুলেছিলেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক সুদীপ্ত সেন। পরিচালক দাবি করে বলেন, “যারা এখন এই ছবি নিয়ে প্রতিবাদ-বিরোধ করেছেন, তাঁরা কেউই এই ছবিটা দেখেনি। দেখলে আর বিরোধ করত না।”

মমতার নির্দেশে স্থগিতাদেশ, বাংলায় চলতে পারবে দ্য কেরালা স্টোরি

মমতার নির্দেশে স্থগিতাদেশ, বাংলায় চলতে পারবে দ্য কেরালা স্টোরি

বিস্তারিত আসছে…