TRP List Bengali Mega: স্লট হারাল মিঠাই, গৌরী এলো, টিআরপি টপার জগদ্ধাত্রী না অনুরাগের ছোঁয়া?

স্লট হারাল মিঠাই, গৌরী এলো, টিআরপি টপার জগদ্ধাত্রী না অনুরাগের ছোঁয়া?

নজরবন্দি ব্যুরোঃ আরও একবার খারাপ হাল টিআরপির (TRP)। চলতি সপ্তাহে TRP কমল সব ধারাবাহিকের। ফলে ফের একবার বড় ধাক্কা এল অনুরাগের ছোঁয়ার উপরে। যদিও প্রথম স্থান হাতছাড়া হয়নি, তবে নম্বর কমল ব্যাপকভাবে। গত সপ্তাহে সূর্য-দীপা পেয়েছিল ৮.২, সেই জায়গায় চলতি সপ্তাহে নেমে এল ৭.৮-এ। আর যৌথভাবে হল বেঙ্গল টপার। অর্থাৎ জগদ্ধাত্রীও এই সপ্তাহে পেয়েছে ৭.৮। কাঁটায় কাঁটায় টক্কর চলছে দুই মেগা সিরিয়ালের।

আরও পড়ুনঃ লক্ষ্মীবারে বিরাট স্বস্তি! একধাক্কায় দাম কমল হলুদ ধাতুর, আজ রুপোর দর কত?

ওয়াকিবহাল মহলের মতে বিগত তিন-চার মাস ধরে সূর্য আর দীপার মধ্যে এই একই ঝামেলা আর ভালো লাগছে না। বরং গল্পে নতুন মোড় আসুক। ঝামেলা মিটিয়ে কাছাকাছি আসুক সোনা আর রূপার মা-বাবা। তাহলেই দর্শকদের মন ফিরবে।

স্লট হারাল মিঠাই, গৌরী এলো, টিআরপি টপার জগদ্ধাত্রী না অনুরাগের ছোঁয়া?

এদিকে টানটান উত্তেজনা বজায় রেখে জগদ্ধাত্রী জি-এর টপার বিগত পাঁচ-ছয় মাস ধরেই, বেঙ্গল টপার প্রতি সপ্তাহে হতে না পারলেও। সেই সময়ে জলসায় থাকা গাঁটছড়াকে মাথা তোলার কোনও সুযোগই দেয় না। দ্বিতীয় নম্বরে গৌরী এলো। ইশান গৌরীর জীবনে ফিরেছে এখন। মা হয়েছে গৌরী। আপাতত ধারাবাহিকের গল্প টানছে দর্শককে ভালোই। তাই আগামী কয়েক সপ্তাহেও গৌরীকে এই জায়গা থেকে সরানো মুশকিল।

স্লট হারাল মিঠাই, গৌরী এলো, টিআরপি টপার জগদ্ধাত্রী না অনুরাগের ছোঁয়া?

তিনে রয়েছে এবারে নিম ফুলের মধু। পল্লবী আর রুবেলও নিজেদের জায়গা পাকা করে নিয়েছে সৃজন-পর্ণা হয়ে দর্শক মন জয় করে। চারে রাঙা বউ। সঙ্গে সাড়ে আটটার স্লটও এর দখলে। সাপের গাড়ি চালানো দেখানো পঞ্চমী রয়েছে .৪ নম্বর পিছনে। কমছে মেয়েবেলা-র নম্বরও। বীথির চরিত্রে রূপা গিয়ে অনুশ্রী আসতেই সে ছাপ পড়ল টিআরপি-র নম্বরে।

স্লট হারাল মিঠাই, গৌরী এলো, টিআরপি টপার জগদ্ধাত্রী না অনুরাগের ছোঁয়া?

স্লট হারাল মিঠাই, গৌরী এলো, টিআরপি টপার জগদ্ধাত্রী না অনুরাগের ছোঁয়া?
স্লট হারাল মিঠাই, গৌরী এলো, টিআরপি টপার জগদ্ধাত্রী না অনুরাগের ছোঁয়া?

এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা-
প্রথম- জগদ্ধাত্রী/ অনুরাগের ছোঁয়া (৭.৮)
দ্বিতীয়- গৌরী এলো (৭.৫)
তৃতীয়- নিম ফুলের মধু (৭.০)
চতুর্থ- রাঙা বউ (৬.১)
পঞ্চম- বাংলা মিডিয়াম/ এক্কা দোক্কা (৫.৯)
ষষ্ঠ- পঞ্চমী (৫.৭)
সপ্তম- মেয়েবেলা (৫.২)
অষ্টম- কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৫.০)
নবম- হরগৌরী পাইস হোটেল (৪.৯)
দশম- খেলনা বাড়ি (৪.৮)

সবচেয়ে খারাপ খবর হল স্লট হারালো মিঠাই প্রথমবার। বালিঝড় যা পারেনি করে দেখাল রামপ্রসাদ। চলতি সপ্তাহে সব্যসাচীর রামপ্রসাদ পেয়েছে ৩.৬, সেখানে মিঠাইয়ের প্রাপ্ত নম্বর ৩.১। সামনের মাসেই হয়তো শেষ হয়ে যাবে আদৃত রায় আর সৌমিতৃষা কুণ্ডুর একসময় টানা টিআরপি টপার হওয়া এই মেগা। সেই জায়গায় শুরু হবে ফুলকি। ইতিমধ্যেই ভাঙা হয়েছে মনোহরার সেট। মিঠাইয়ের ডিরেক্টর আর ক্যামেরাম্যানও চলে গিয়েছে টিম ফুলকিতে।