৬ মাস বাড়ানো হোক প্যান-আধার লিঙ্কের সময়সীমা, মোদিকে চিঠি অধীরের
Extension of PAN-Aadhaar link by 6 months, Adhir's letter to Modi

নজরবন্দি ব্যুরোঃ আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্কের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী অনুরোধ জানিয়েছেন, আরও ৬ মাস বাড়ানো হোক আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের সময়সীমা।

আরও পড়ুনঃ রাজ্যকে নতুন বন্দে ভারত উপহার রেলের, এবার ১০ ঘণ্টাতেই বারাণসী

Adhir Choudhury: ৬ মাস বাড়ানো হোক প্যান-আধার লিঙ্কের সময়সীমা, মোদিকে চিঠি অধীরের

একই সঙ্গে ১০০০ টাকার জরিমানা প্রত্যাহারের আবেদনও জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা৷ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে কংগ্রেস সাংসদ উল্লেখ করেন, দেশের একটা বড় অংশের মানুষ প্রত্যন্ত এলাকায় বসবাস করেন৷

Adhir Choudhury: ৬ মাস বাড়ানো হোক প্যান-আধার লিঙ্কের সময়সীমা, মোদিকে চিঠি অধীরের
৬ মাস বাড়ানো হোক প্যান-আধার লিঙ্কের সময়সীমা, মোদিকে চিঠি অধীরের

সেখানে ঠিকমতো ইন্টারনেট সংযোগও পাওয়া যায় না৷ দেশের এই সমস্ত নিরীহ মানুষের থেকে প্যান আধার সংযুক্তিকরণ করে দেওয়ার নামে কিছু অসাধু দালাল অতিরিক্ত টাকা আদায় করছে৷

৬ মাস বাড়ানো হোক প্যান-আধার লিঙ্কের সময়সীমা, মোদিকে চিঠি অধীরের

Adhir Choudhury: ৬ মাস বাড়ানো হোক প্যান-আধার লিঙ্কের সময়সীমা, মোদিকে চিঠি অধীরের

প্যান আধার সংযুক্তিকরণে সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য পোস্ট অফিসগুলিকে নির্দেশ দিতেও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন অধীর৷ প্রসঙ্গত, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের অন্তিম তারিখ ২০২৩ সালের ৩১ মার্চ।