দিল্লির পথে তৃণমূল, রাজধানীতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অংশ নেবেন প্রবাসী বাঙালিরাও?
Expatriate Bengalis will participate in the program of TMC in Delhi

নজরবন্দি ব্যুরোঃ ৫০টি বাসে করে বাংলা থেকে কয়েক হাজার মানুষ তো যাচ্ছেনই তাছাড়াও দিল্লির প্রবাসী বাঙালিরাও তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। কয়েক জন প্রবাসী বাঙালি প্রথম সারির এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা তৃণমূল নেতাকর্মীদের দিল্লিতে স্বাগত জানাতে প্রস্তুত। এছাড়াও ইতিমধ্যেই সেজে উঠেছে হেলি রোড ও উমাশঙ্কর দীক্ষিত মার্গের দু’টি বঙ্গ ভবন। হাজারও বাধা কাটিয়ে অবশেষে কিছুটা স্বস্তিতে রাজ্যের শাসক দল।

আরও পড়ুনঃ স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, খড়দহে দম্পতির রহস্যমৃত্যুর কারণ কী? তদন্তে পুলিশ

আগামী সোম ও মঙ্গলবার দিল্লিতে ধরনা কর্মসূচিতে অংশ নেবেন তৃণমূলের নেতাকর্মী এবং একশো দিনের কাজের কার্ড হোল্ডাররা। ইতিমধ্যেই কলকাতা থেকে রওনা হয়েছে বাস। আর তৃণমূলের এই কর্মসূচি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে প্রবাসী বাঙালিদের মধ্যেও। আগামী দু’দিন ব্যাপী এই কর্মসূচিতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানাবে রাজ্যের শাসক দল।

দিল্লির পথে তৃণমূল, রাজধানীতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অংশ নেবেন প্রবাসী বাঙালিরাও?

তৃণমূলের এই দিল্লি অভিযান নিয়ে কম টানাপোড়েন হয়নি। প্রথমেই কর্মসূচির মধ্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে যে তিনি হাজিরা দিতে পারবেন না আগেই স্পষ্ট করেছেন। কারণ, তখন তিনি থাকবেন দিল্লিতে। এরপর যাবার জন্য তৃণমূলের বিশেষ ট্রেন বাতিল করে রেল। তাতেও হাল না ছেড়ে বাসের ব্যবস্থা করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। সঙ্গে মোদী সরকারকে ‘স্বৈরাচারী’ বলে কটাক্ষও করেন তিনি।

দিল্লির পথে তৃণমূল, রাজধানীতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অংশ নেবেন প্রবাসী বাঙালিরাও?

দিল্লির পথে তৃণমূল, রাজধানীতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অংশ নেবেন প্রবাসী বাঙালিরাও?

দিল্লির কয়েকজন প্রবাসী জানিয়েছেন, তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তৃণমূল নেতা কর্মীদের স্বাগত জানাবেন বলে। বিশেষ করে চিত্তরঞ্জন পার্ক, করোল বাগ, মযূর বিহার, কাশ্মীরি গেট, মিন্টু রোড এলাকায় বাসবাসকারী অনেক বাঙালিই মঙ্গলবার যন্তরমন্তরের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন। এদিকে বাংলা থেকে আগে অনেক বেশি লোক যাবার কথা থাকলেও ৩-৪ হাজার মানুষই আপাতত যাচ্ছেন। ফলে, দিল্লি থেকেও কিছু মানুষ যোগ দিলে বিষয়টা খুব খারাপ হবে না তৃণমূলের জন্য।

দিল্লির পথে তৃণমূল, রাজধানীতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অংশ নেবেন প্রবাসী বাঙালিরাও?
দিল্লির পথে তৃণমূল, রাজধানীতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অংশ নেবেন প্রবাসী বাঙালিরাও?