নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় গত ফেব্রুয়ারি মাসে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলনে অভিনেতা-সাংসদ দেব। সবার অজান্তে ইডি দফতরে দেব হাজিরা দিলেন । ইডি সূত্রে খবর, মঙ্গলবার ইডি দফতরে হাজিরা দেন দেব। প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।
আরও পড়ুনঃ Corona Bulletin: ২৯৫ থেকে একলাফে ৭৪৫, রাজ্যে ২৪ ঘণ্টায় ৩ গুণ বাড়ল করোনা সংক্রমণ!
ইডি সূত্রে খবর, গরু পাচার মামলায় একাধিক সাক্ষীদের বয়ানে অভিনেতা দেবের নাম উঠে এসেছে। অভিযোগ, গরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে দেবের আর্থিক লেনদেন হয়েছিল। এমনকি এনামূলের কাছ থেকে একাধিক মূল্যবান উপহার নিয়েছিলেন তিনি। তাই তাঁকে গত সপ্তাহেই ইডি দফতরে তলব করা হয়েছিল। ইডি দফতরে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। দেবের সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে। সেই বয়ান খতিয়ে দেখেই আগামী দিনে ইডির তরফে পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে উপস্থিত হন দেব। মূল অভিযুক্ত এনামুল হককে দেব চেনেন কী না? এনামূল হকের থেকে দেব কোনও উপহার নিয়েছেন কি না, সবটাই জানতে চেয়েছিল সিবিআই। পাল্টা তৃণমূল সাংসদ জানিয়ে দেন, তিনি এনামুলকে চেনেন না।
শুধুমাত্র দেব নয়, এনামুল হকের সঙ্গে টাকার লেনদেন হয়েছিল কি না তা জানতে দেবের সহ-প্রযোজক পিন্টু মণ্ডলকে তলব করা হয়। গরু পাচারের টাকা ঘুরপথে বাংলা ছবিতে ব্যবহার করা হত কি না সেটাই জানতে চায় সিবিআই।
সবার অজান্তে ইডি দফতরে দেব, এবারেও গরু পাচার মামলা

শুধুমাত্র দেব নয়, গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ইয়তলব করে সিবিআই। সেই মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গাল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই। খতিয়ে দেখা হচ্ছে সায়গালের সম্পত্তির হিসেব।