নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতেই সামনে এল রাজ্য সরকার প্রদত্ত আজকের কোভিড বুলেটিন। রাজ্যের স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত বুলেটিন বলছে গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪৫ জন। ভয়ের বিষয়টি হল গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ২৯৫! অর্থাৎ ২৪ ঘন্টার ব্যবধানে সংক্রমন বেড়েছে প্রায় ৩ গুণ।
আরও পড়ুনঃ নজিরবিহীন দুর্নীতি ঢাকতে দ্রুত তৎপরতা, সভাপতির পাশাপাশি বদল আধিকারিকদের!
রাজয় সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে ফের পজিটিভিটি রেট বৃদ্ধি পেয়েছে। গতকালই পজিটিভিটি রেট ছিল ৪.৮৫ শতাংশ। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে তা ৭ শতাংশ ছাড়িয়েছে। আজ রাজ্যের পজিটিভিটি রেট ৭.৩০ শতাংশ। তবে সংক্রমনের গ্রাফ ঊর্দ্ধমুখী হলেও আশার কথা হল আজ কোন মৃত্যুর খবর নেই করোনায়। এই মুহুর্তে রাজ্যে কোভিড সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ।
এদিন করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট হয়েছে মোট ১০ হাজার ২০৫ টি। সার্বিক ভাবে এখন পর্যন্ত স্যাম্পেল টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৪ লক্ষ ৯৬ হাজার ৬৩০ টি। রাজ্য জুড়ে সার্বিকভাবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ২০ লক্ষ ২৩ হাজার ৫৮৭ জন। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লক্ষ ৯৯ হাজার ৩৫৫ জন। মৃত্যু হয়েছে ২১ হাজার ২১২ জন সহ নাগরিকের।
২৯৫ থেকে একলাফে ৭৪৫, রাজ্যে ২৪ ঘণ্টায় ৩ গুণ বাড়ল করোনা সংক্রমণ!

এদিকে করোনা বাড়বাড়ন্ত রুখতে নয়া পরীক্ষা বিধি ঘোষণা করেছে রাজ্য সরকার। ১৩ মে বৈঠকে বসে বিশেষজ্ঞ কমিটি। সেই বৈঠকের পর নবান্নের তরফে ঘোষণা করা হয়, হাসপাতালে যদি কেউ সর্দি-কাশি-জ্বর নিয়ে ভর্তি হন, সেক্ষেত্রে রোগীর করোনা পরীক্ষা বাধ্যতামূলক। রক্তে অক্সিজেনের মাত্রা ৯৪-র নিচে থাকলে ও গলা, নাক, শ্বাসযন্ত্রের অপারেশনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।